খাবারের দোকান খোলা রাখায় জরিমানা

0
117

লকডাউনে মুদিপণ্য, কাঁচাবাজার এবং ওষুধের দোকান খোলা রাখার নির্দেশনা থাকলেও আদেশ অমান্য করে খাবারের দোকান খোলা রাখায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ( ৬ এপ্রিল) সকালে নগরের একে খান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ দত্ত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ দত্ত বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে একে খান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় সরকারের আদেশ অমান্য করে খাবারের দোকান খোলা রাখায় দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মাস্ক পরিধান না করায় আরও ৮ ব্যক্তিকে জরিমানা করা হয়।

এসময় জনসচেতনতা বৃদ্ধির জন্য জেলাপ্রশাসনের পক্ষ থেকে মাস্কও বিতরণ করা হয়।