খালেদার বোধদয় হয়েছে -ওবায়দুল কাদের

0
62

[one_fifth]দেরীতে হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বোধদয় হয়েছে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেন প্রকল্পের ফেনীর ফতেহপুর রেললাইনের ফুট ওবার ব্রিজ পরিদর্শনে এসে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘হরতাল অবরোধ দিয়ে মানুষ হত্যার পর বিএনপি নেত্রীর বোধদয় ঘটেছে না কোনো রাজনৈতিক কৌশল ছিল তা কিছুদিনের মধ্যে বোঝা যাবে।’

তিনি বলেন, ‘আমরা সুস্থ ধারার রাজনীতিকে স্বাগত জানাই। আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অতীতের নয়টি সিটি নির্বাচন যেভাবে অবাধ নিরপেক্ষ হয়েছে তেমনই হবে।’

মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচন কমিশন তার নিজস্ব নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ বা ক্ষমতা নেই।’

এ সময় তার সঙ্গে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শুশেন চন্দ্র শীল, ফোর লেন প্রকল্পের অতিরিক্ত পরিচালক অরুণ আলো চাকমা উপস্থিত ছিলেন।