বাড়ি আমাদের চট্টগ্রাম ‘‘খালেদা’র মামলা প্রত্যাহার না করলে দেশ অচল করে দেয়া হবে’’

‘‘খালেদা’র মামলা প্রত্যাহার না করলে দেশ অচল করে দেয়া হবে’’

0
79

দেশ অচল
পটিয়া প্রতিনিধি॥
পটিয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে বিশাল বিক্ষোভ সমাবেশ মঙ্গলবার বিকেলে বিএনপির দলীয় কার্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ জেলা যুবদলের সভাপতি বদরুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ন-সম্পাদক মোজাম্মেল হক। জেলা যুবদল সাধারন সম্পাদক মো. শাহজাহানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন খোরশেদ আলম, পৌর বিএনপির সহ-সভাপতি গাজী আবু তাহের, জেলা যুবদলের সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, নুরুল হুদা, ইসহাক চৌধুরী, ইদ্রিস পানু, যুগ্ন-সম্পাদক সিরাজুল ইসলাম, শেফায়েত উল¬াহ চক্ষু, তৌহিদুল আলম, শাহ আলম, প্রচার সম্পাদক মো. আলমগীর, সমাজ কল্যান সম্পাদক শফিকুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মজিদ শাহ, যুবদল নেতা আজিজুল ইসলাম, গোলাম হোসেন নান্নু, মামুনুর রশিদ, আবছার উদ্দিন, মফিজুর রহমান, আবছার উদ্দিন সোহেল, আনোয়ার হোসেন মিয়া, সেলিম হিরা, হারুনুর রশিদ চৌধুরী, জাকারিয়া, জহিরুল ইসলাম রাসেল, কাদের, আবদুল হিরু, হাশেম, সালাম, পিবলু, দুলাল, সালাউদ্দিন, মীর ইলিয়াছ, ইকরাল, কবির, মাইমুন ইসলাম, বশির, বোরহান, খোকন শাহা, ছাত্রদল নেতা নাছির, সোহেল, শহিদ, খোকন, মিশকাত, গাজী মনির, বাহাদুর খাদেমী, শাহনুর, রাজ্জাক, ইমরান, রিফাত, তারেক প্রমুখ।

বক্তারা বলেন, অনতিবিলম্বে খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। অন্যতায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল রাজপথ থেকে আন্দোলনের মাধ্যমে সকল ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারে সরকারকে বাধ্য করবে এবং খালেদা জিয়ার সুরে বক্তারা সরকারের প্রতি আহবান জানান, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অবিলম্বে জাতির সামনে তুলে ধরার জন্য। খালেদা জিয়ার মামলা প্রত্যাহার না করলে দেশ অচল করে দেয়া হবে।