খালেদার সঙ্গে সিনিয়র আইনজীবীদের বৈঠক

0
81

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাত পৌনে ৯টায় চেয়ারপারসনে গুলশান কার্যালয়ে এই মতবিনিময় সভা শুরু হয়ে রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত চলে।
খালেদার সঙ্গে সিনিয়র আইনজীবীদের বৈঠক
আগামী ২০ মে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেলে সাধারণ সাতটি পদে লড়বেন- অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মহসিন আলী, বদরুদ্দোজা বাদল এবং আঞ্চলিক সাতটি পদে লড়বেন- গোলাম মোস্তফা খান, মো. আবদুল বাকী, কবীর চৌধুরী, কাইমুল হক রিঙ্কু, মো. ইসহাক, আব্দুল মালেক, হাফিজার রহমান।

এরআগে গত ২৮ ফেব্রুয়ারি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবীরা জয়লাভ করেন। এ উপলক্ষে মাসুদ আহমেদ তালুকদারের নেতৃত্বে বেগম জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মতবিনিসময় সভায় ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ব্যারিস্টার শাহজাহান ওমর, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৭০ থেকে ৮০ জন আইনজীবী উপস্থিত ছিলেন।