খুব সহজেই বানাতে পারেন আফগানিস্তানের ‘মালিদা’

0
81

 রুটি একবার ভেজে ফেললে পরে তা আর খাওয়াই হয় না। সকালে ভেজে রাখা রুটি বিকেলে খেতে পারেন না অনেকেই। কারণ রুটি ঠাণ্ডা হয়ে এলে শক্ত হয়ে যায়। আবার নতুন করে গরম করলেও খেতে স্বাদ লাগে না একেবারেই। কিন্তু এই বেঁচে যাওয়া রুটি ফেলে না দিয়ে এটি দিয়েই তৈরি করতে পারেন অসাধারণ সুস্বাদু একটি মিষ্টি। ‘মালিদা’ মূলত আফগানিস্তানের একটি ট্র্যাডিশনাল মিষ্টি। খুব সহজেই বেঁচে যাওয়া রুটি দিয়ে এই অতুলনীয় স্বাদের মিষ্টি তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে জেনে নেয়া যাক রেসিপিটি।

উপকরণঃ

– ৮ টি মাঝারি আকারের আটার রুটি – ১/৪ কাপ গুঁড় (কুচি করে কাটা) – ১/২ চা চামচ এলচা গুঁড়ো – ১/২ কাপ বাদাম – ১/৪ কাপ কুচি করে কাটা খেজুর – ২ টেবিল চামচ ঘি

পদ্ধতিঃ

  • – প্রথমে রুটি গুলো ভালো করে হাতে ছিঁড়ে ছোটো ছোটো পিস করে নিন। এরপর একটি গ্রাইন্ডার বা ফুড প্রসেসরে দিয়ে রুটি আরও ছোটো করে গুঁড়ো ধরণের করে নিন। এতে প্রায় ৩ কাপ পরিমাণ রুটি হবে।
  • – এরপর বাদাম গ্রাইন্ডারে দিয়ে ভেঙে নিন। চাইলে হামান দিস্তায় পিসে গুঁড়ো করে নিতে পারেন। খুব বড় হবে না আবার মিহি করেও ভেঙে নিতে হবে না।
  • – একটি বড় বাটিতে বাদামগুঁড়ো, খেজুর কুচি, এলাচ গুঁড়ো এবং গুঁড় খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিন এবং আলাদা করে রাখুন।
  • – এবার একটি প্যানে অল্প আঁচে ঘি গলিয়ে নিন এবং অল্প গরম হলেই প্রসেস করে রাখা রুটি দিয়ে ভালো করে ভাজতে থাকুন। প্রায় ৫-৭ মিনিট ভাজুন রুটি। এতে করে রুটির গুঁড়ো একটু মুচমুচে হবে।
  • – ভাজা হয়ে গেলে এবার বড় বাটিতে রাখা বাদাম গুঁড়ের মিশ্রনে রুটির মিশ্রন দিয়ে দিন এবং হাত দিয়ে ভালো করে মেখে নিন। যখন মিশ্রন একটু ভেজা ভেজা হয়ে যাবে গুঁড়ের কারণে এবং আঠালো নরম ডো এর মতো তৈরি হবে তখন ছোটো ছোটো ভাগে ভাগ করে লাড্ডুর মতো বল তৈরি করুন।
  • – একটির পর একটি বল তৈরি করে রেখে দিন। কিছুক্ষণ পড়েই নরম ভাব কেটে দিয়ে একটু শক্ত লাড্ডুর মতো তৈরি হয়ে যাবে। চাইলে উপরে কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিতে পারেন।
  • – ব্যস, তৈরি আপনার সুস্বাদু মিষ্টি ‘মালিদা’। খুব সহজেই বেঁচে যাওয়া রুটি থেকে তৈরি এই সুস্বাদু মিষ্টির মজা নিন।