খেলতে গিয়ে ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত

0
100

খেলতে গিয়ে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। বুধবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর খুলশী থানার বিজিএমইএ ভবনের পেছনে ঝাউতলা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলো- নিউ ঝাউতলা এলাকার মো. সানোয়ারের ছেলে সোহান (০৬) ও মো. সুমনের ছেলে আল আমিন (০৭)।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ঝাউতলার বিজিএমইএ ভবনের পেছনের মাঠে খেলতে গিয়ে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে চমেক আনা হয়েছে। হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ইউনিটের তাদের চিকিৎসাসেবা চলছে। বিস্ফোরণে সোহানের পায়ে ও হাতে এবং আল আমিনের বুকে দগ্ধ হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আলাউদ্দিন আরও জানান, বিজিএমইএ ভবনের পেছনেই নিউ ঝাউতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। ওই স্কুলের শিক্ষার্থী সোহান ও আলামিন মাঠে খেলার সময় বল ভেবে লাল টেপ মোড়ানো ২টি ককটেল কুড়িয়ে নেয়। খেলতে গিয়েই ককটেল ২টি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময়ে ২ শিশু আহত হয়েছে।

আহতদের মধ্যে সোহানের অবস্থা গুরুতর বলেও জানান তিনি।