খেলাধুলায় যুবসমাজকে বিভিন্ন অপরাধ ও অসমাজিক কর্মকান্ড থেকে বিরত রাখে

0
55

পটিয়া প্রতিনিধি:
দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সিডিএ’র বোর্ড সদস্য আ ম ম টিপু সুলতান চৌধুরী বলেছেন, খেলাধুলায় যুবসমাজকে অপরাধ ও বিভিন্ন অসমাজিক কর্মকান্ড থেকে বিরত রাখে। গ্রামাঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র ক্রীড়াঙ্গন থেকেই জাতীয় মানের খেলোয়াড় তৈরী হয়ে ওঠবে। তাই এসব বিভিন্ন ক্লাব ও সমিতির উদ্যোগে ক্রীড়াঙ্গনকে সরব করে তুলতে হবে। তালতলা চৌকি ক্রীড়া পরিষদের উদ্যোগে আজ যে ক্রিকেট টুর্ণামেন্ট’র আয়োজন করা হয়েছে তা খুবই প্রশংসার দাবী রাখে। মাদকমুক্ত সমাজ গড়তে তরুণ প্রজম্মকে খেলাধুলায় মনোযোগী করতে হবে। তিনি এ ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়া পরিষদকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি শুক্রবার বিকেলে তালতলা চৌকি ক্রীড়া আন্ত: শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তালতলা চৌকি ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক তানবীর আলম দিপ্ত’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ পৌরসভা আওয়ামী যুবলীগের সভাপতি নুর আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, পৌরসভার ৩নং ওয়ার্ড যুবলীগ সভাপতি এস এম আমান উল্লাহ আমিরী, তালতলা চৌকি ক্রীড়া পরিষদের সভাপতি সাদ্দাম হোসেন। বক্তব্য রাখেন পৌরসভা যুবলীগ নেতা খায়রুল ইসলাম, আবছার উদ্দীন, মফিজ উদ্দীন, নজরুল ইসলাম, জহিরুল হক তালুকদার, শাহ আলম মেম্বার, মো: মনসুর, আমানুল্লাহ বাচা, আবদুল আউয়াল, দেলোয়ার হোসেন, নাছির উদ্দীন মুন্না, মো: হানিফ, আবদুল মালেক, মনির আহমদ মুন্না, সৈয়দ নুর, মো: বশর, আবদুল্লাহ আলম নোমান, করিম উল্লাহ সামু, বোরহান উদ্দীন, নাছির, নাজিম উদ্দীন নাজু, ছাত্রনেতা আবু তৈয়ব সোহেল, আনিসুল ইসলাম।