গণদাবি উপেক্ষা করে সরকার নির্বাচন নিয়ে ‘নাটক’ করছে-ড. কামাল হোসেন

0
86

গণফোরামের সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের গণদাবি
উপেক্ষা করে সরকার নির্বাচন নিয়ে ‘নাটক’ করছে। ১৫ই ফেব্রুয়ারি মার্কা সাজানো নির্বাচনে গণফোরাম অংশ নেবে না বলেও জানান তিনি। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণফোরামের বর্ধিত সভায় তিনি আরও বলেন, এক ব্যক্তির অধীনে নির্বাচনী প্রক্রিয়া চলছে। নির্বাচনকালীন সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা ও লেভেল প্লেয়িং ফিল্ড সুনিশ্চিত করা ছাড়া কোন নির্বাচনই জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে ইঙ্গিত করে এই সংবিধান বিশেষজ্ঞ বলেন, দেশে একজনই সংবিধান বিশেষজ্ঞ আছেন। আজকে আপনারা এখান থেকেই ঘোষণা করে দেন টিভি ও রেডিওকে জানিয়ে দেন; আর কেউ এ দেশে সংবিধান বিশেষজ্ঞ হিসেবে দাবি করতে পারে না। একজনই আছেন, উনি যা বলেন সেটাই সংবিধান আর উনি যেটাই করেন সেটাই সংবিধান। এইচ এম এরশাদকে উদ্দেশ্য করে তিনি বলেন, নব্বইয়ের স্বৈরাচারকে সরিয়ে সংসদীয় গণতন্ত্র আনা হলো। এর ধারাবাহিকতায় ২৩ দফার ভিত্তিতে আমরা ১৪ দল ঐক্য করলাম। ২০০৮ সাল পর্যন্ত এ ঐক্য ছিল। যখন এ মঞ্চে স্বৈরাচারকে তোলা হলো, সেদিন থেকে আমি থাকতে পারলাম না। নির্বাচন নিয়ে বিদেশী কূটনীতিকদের তৎপরতার বিষয়ে তিনি বলেন, অনেকে বলেন, বিদেশী লোক কেন হস্তক্ষেপ করছে। বিদেশী লোক যদি আমার গণতন্ত্রের পক্ষে সমর্থন দেয়, তখন কার গায়ে লাগে? যারা গণতন্ত্রের অপব্যাখ্যা দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করছে, তাদের। তারা নিজেদের ইচ্ছেমতো সংবিধান পরিবর্তন করে এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।