গণফোরামের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠক

0
82

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠক করতে এবার বঙ্গভবনে গেল ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরামের একটি প্রতিনিধিদল।

রোববার বিকেলে প্রতিনিধিদলটি সংলাপ শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে আসে। পরবর্তীতে ড. কামাল নিজেই সাংবাদিকদের বৈঠক সম্পর্কে তথ্য প্রদান করেন।

এ সময় রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে কথা হয় বলে জানান এই সংবিধান বিশেষজ্ঞ। তিনি আরও জানান, তিনি রাষ্ট্রপতিকে বলেছেন, নির্বাচনকালীন সরকার ও প্রশাসন নিরপেক্ষ ভূমিকায় থাকতে হবে। ২০০৮ সালের মতো জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে।

ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে ওই প্রতিনিধিদলে আরও ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফা মোহসীন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সভাপতি পরিষদের সদস্য তোবারক হোসেন, জগলুল হায়দার, আ ও ম শফিক উল্ল্যা, সগীর আনোয়ার, মোশতাক আহমেদ, বিলকিস বানু, মহিউদ্দিন কাদের, মফিজুল ইসলাম খান, এস এম আলতাফ হোসেন, শান্তিপদ ঘোষ ও নৃপেন ঘোষ প্রমুখ।