গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী পদে সাকি পুনর্বহাল

0
59

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী পদে জোনায়েদ সাকি পুনর্বহাল করা হয়েছে।

বুধবার ও বৃস্পতিবার সংগঠনের দুইদিনব্যাপী চলা সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

রাজধানীর হাতিরপুলে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত সমন্বয়কারী অ্যাডভোকেট আবদুস সালামের সভাপতিত্বে এসভা অনুষ্ঠিত হয়।

সভায় বলা হয়, সিটি নির্বাচনের ফলাফলকে আমরা পুনরায় প্রত্যাখ্যান করছি। নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। ভোটকেন্দ্র দখলের মধ্য দিয়ে প্রহসনের নির্বাচন করে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে।

এই সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সিটি কর্পোরেশন নির্বাচন মূল্যায়ন, সাংগঠনিক পর্যালোচনা এবং ভবিষ্যত কর্মপদ্ধতি ও পরিকল্পনা বিষয়ে বিশদ আলোচনা হয়। সভায় আগামী নভেম্বরে গণসংহতি আন্দোলনের ৩য় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে এর আগে বিভিন্ন শরিক সংগঠনকে তাদের স্ব-স্ব সম্মেলন করার আহ্বান জানানো হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নেতাদের মধ্যে জোনায়েদ সাকি, বাচ্চু ভূঁইয়া, ফিরোজ আহমেদ, আবুল হাসান রুবেল, দেওয়ান আব্দুর রশীদ নীলু, নাজার আহমেদ, তাসলিমা আখ্তার প্রমুখ।