গনমাধ্যমকর্মীদের সঙ্গে নতুন জেলা পুলিশ সুপারের মতবিনিময়

0
95

নতুন কমিশনার
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানে স্থানীয় গনমাধ্যমকর্মীদের সঙ্গে নবনিযুক্ত জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন, এএসপি সদর সার্কেল মোহাম্মদ রাশেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মো: ওসমান গনি, সাধারণ সম্পাদক মিনারুল হক, সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম মনু, একেএম জাহাঙ্গীর, বুদ্ধজ্যোতি চাকমা, জেলা টিভি রিপোটার্স এসোসিয়েশনের সভাপতি ফরিদুল আলম সুমন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন শাহরিয়ার’সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় গনমাধ্যমকর্মীরা মাদক ব্যবসা, সীমান্তে চোরাচালান, চুরি, পর্যটক হয়রানী, ভূমি নিয়ে হানাহানি, রোহিঙ্গা অনুপ্রবেশ’সহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন।
জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেছেন, অপরাধ দমনে মাদক, রোহিঙ্গা অনুপ্রবেশ, মোটর সাইকেল চুরি এবং পর্যটক হয়রানী বন্ধ’সহ চারটি বিষয়কে গুরুত্ব দেয়া হবে। চেকপৌষ্টগুলোতে পুরুষের পাশাপাশি নারী পুলিশ সদস্য মোতায়েন করা হবে। পর্যটক হয়রানী বন্ধে পুলিশ প্রশানকে আরো বেশি কঠোর হওয়ার নির্দেশ দেন পুলিশ সুপার। তিনি বলেন, অসাম্প্রদায়িক এবং গনতান্ত্রিক মনা হওয়া কষ্ঠস্বাধ্য ব্যাপার। সেখানে সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত বান্দরবানের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে প্রয়োজনীয় সবধরণের ব্যবস্থায় নেয়া হবে।