‘গরীব হতে পারি করুণা পাত্র নই ’

0
85

বোয়ালখালী প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘যুবলীগের এত কাজের দরকার নাই, কাজ একটাই-তা হলো শৃঙ্খলা। বাংলাদেশ আওয়ামী যুবলীগ অঙ্গ সংগঠন নয়, সহযোগী সংগঠন। গরীব হতে পারি করুণা পাত্র নই।’
শনিবার (৬ জানুয়ারি) বোয়ালখালীতে উপজেলা যুবলীগ আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ‘জীবনের শ্রেষ্ঠ সময় হলো যৌবনকাল। এ সময়েই ঠিক করতে হয় কোনটি ভালো, কোনটি খারাপ।’
বিজ্ঞান মনষ্ক যুব সমাজ গঠনে কাজ করার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দদের প্রতি তিনি বলেন, অপরের স্বার্থ রক্ষায় কাজ করার নামই হচ্ছে কর্তব্য। তাই সমাজের প্রতি, পরিবারের প্রতি ও দেশের প্রতি কর্তব্য পালন করতে হবে। শনিবার বিকেলে বোয়ালখালী পৌর সদরের গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ যুব সমাবেশের উদ্বোধন করেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ।
উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওসমান গণি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক জহিুরুল আলম জাহাঙ্গীর, উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এসএম রাশেদ, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্য নির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবু, কায়কোবাদ ওসমান, মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান আতা, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, দপ্তর সম্পাদক আনিসুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো. এমরান, সমাজ কল্যাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন।
যুবলীগ চেয়ারম্যান মো.ওমর ফারুক চৌধুরীকে বরণ করার লক্ষে আওয়ামীলীগ নেতা রেজাউল করিম বাবুলের নেতৃত্বে পৌরসভা যুবলীগের উদ্যোগে গোমদন্ডী ফুলতলে এক পথসভা অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ দুপুর থেকে অপেক্ষায় থাকলেও যুবলীগ চেয়ারম্যান গাড়ি বহর অন্য সড়ক পথে উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চলে আসেন। এতে ক্ষোভ প্রকাশ করে রেজাউল করিম বাবুল বলেন, ‘আমরা এক বুক আশা নিয়ে এ নেতাকে বরণের প্রস্তুতি নিয়েছিলাম সেই দুপুর থেকে। আওয়ামীলীগের দু:সময়ে রাজপথে থেকে কাজ করেছি। অথচ আজ বেদনাহত হতে হয়েছে।’
এছাড়া দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম অনুসারী উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ পৌর সদরের খায়ের মঞ্জিল এলাকায় পথ সভা করলেও তাতে সাড়া পাননি এ যুবলীগ চেয়াম্যানের। এতে হতাশা ব্যক্ত করেছে কালাম অনুসারী যুবলীগ নেতৃবৃন্দ।