গাছ লাগান অক্সিজেন বাড়ান

0
69

jhkকাইয়ুম চৌধুরী, সীতাকুন্ড (চট্টগ্রাম)ঃ
“গাছ লাগান অক্সিজেন বাড়ান” এ শ্লোগানকে সামনে রেখে সীতাকুন্ডের বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে সীতাকু- অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন। ২০ সেপ্টেম্বর রবিবার বিজয় স্মরনী বিশ্ববিদ্যালয় কলেজে সকাল ১০টায় বৃক্ষরোপন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সীতাকু- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব শফিকুল ইসলাম বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন বিজয় স্মরনী বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ হারেছ আহমদ, অধ্যাপক সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক বীমাবিদ মোঃ নুরুল আবছার, সীতাকু- অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের আহ্বায় মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক কাইয়ুম চৌধুরী, সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি। প্রধান অতিথিকে সাথে নিয়ে ১৫টি প্রতিষ্ঠানে ফলজ ও ঔষধী গাছ লাগানো হয়েছে ।
পর্যায় ক্রমে ভাটিয়ারী হাজীটি এ সি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন স্কুলের সহ প্রধান শিক্ষক মোঃ আলী আযম, শিক্ষক নুরুল আলম, আব্দুল মালেক, সাজেদা-আলম বিদ্যানিকেতনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী মোঃ ছালাউদ্দিন, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল হাসপাতালে বৃক্ষরোপন কালে উপস্থিত ছিলেন হাসপাতালের ম্যানেজার আরসি দাস রবিনস, শীতলপুর উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন, প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আযাদ, সবুজ শিক্ষায়তনে উপস্থিত ছিলেন হাফিজ জুটমিলের এ জি এম আলাউদ্দিন পাটোয়ারী, প্রধান শিক্ষক এ এস এম ইকবাল, মাষ্টার সৈয়দ ইয়াকুব আলী, সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোশাররফ হোসেন ভুঁইয়া, শিক্ষানুরাগী মোঃ ফখরুদ্দিন, ঘোড়ামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সৃষ্টি ভট্টাচার্য্য মহসিন, কুমিরা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শেখ মোঃ আযম, মাষ্টার মোঃ জাহেদ ইমাম, নজরুল ইসলাম, সফিউল আলম, এস এ চৌধুরী ইনষ্টিটিউটে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মেজবাহ উদ্দিন, উপাধ্যক্ষ আতাউর রহমান, বাড়বকু- উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপনে উপস্থিত ছিলেন সহ প্রধান শিক্ষক বিজয় কুমার দেব, সিনিয়র শিক্ষক ও সাংবাদিক মোঃ ইউছুপ, আবুল কাসেম, বাড়বকু- সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক কাজী নাছিম উদ্দিন, শিক্ষক খুরশেদ আলম, মাহফুজা খাতুন, যুবাইদিয়া মহিলা মাদ্রাসা বৃক্ষরোপনের সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ নুরুল কবির, মাওলানা জয়নাল আবেদীন।

ভাটিয়ারী থেকে সীতাকুন্ড পর্যন্ত স্কুল কলেজ মাদ্রাসায় দিনব্যাপী বৃক্ষরোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকু- অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের আহ্বায়ক, সীতাকুন্ড নিউজ ২৪ ডটকম এর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যোগাযোগ নিউজ ডটকম এর প্রতিনিধি কাইয়ুম চৌধুরী, সীতাকু- টাইমস এর সম্পাদক ও এসোসিয়েশনের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, চলমান সীতাকু- ডটকম এর সম্পাদক লিটন চৌধুরী, গিরিসৈকত ডটকম এর সম্পাদক নাছির উদ্দিন অনিক, নিউজ বিএন ডটকম প্রতিনিধি সবুজ শর্মা শাকিল, দি ওয়ার্ল্ড ২৪ নিউজ ডটকম এর সম্পাদ কমীর মামুন, বাংলাদেশ খবর ডটকম প্রতিনিধি মোঃ ইব্রাহিম খলিল, নিউজ চিটাগাং ২৪ ডটকম প্রতিনিধি নন্দন রায়, সীতাকুন্ড প্রতিদিন ডটকম প্রতিনিধি কামরুল ইসলাম দুলু, প্রিয় ডটকম এরপ্রতিনিধি ইমরান হোসেন, ভাটিয়ারী পেইজ এর মোঃ মামুন প্রমুখ। তারা প্রায় ৫ শতাধিক গাছ শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করেন।