‘গার্মেন্টেক’ শুরু

0
300

তৈরি পোশাকশিল্পের আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি, কাঁচামাল প্রদর্শনী ‘গার্মেন্টেক’ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে নগরের জিইসি কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী ‘গার্মেন্টেক চট্টগ্রাম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মেয়র বলেন, গার্মেন্টস শিল্পের গুরুত্ব বাড়ছে। এ প্রদর্শনীতে সর্বাধুনিক প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। এগুলো ব্যবহার করে উৎপাদনশীলতা বাড়াতে পারবেন উদ্যোক্তারা।

গ্লোবাল টেকনোলজি স্থানীয় উদ্যোক্তাদের মধ্যে ছড়িয়ে দিতে চট্টগ্রামে তৃতীয়বারের মতো এ প্রদর্শনীর আয়োজন। ২০০২ সালে ঢাকায় প্রথম গার্মেন্টেক আয়োজন করা হয়েছিলো।

তৈরি পোশাক খাত ও টেক্সটাইল খাতের উদ্যোক্তা এবং শিল্প সংশ্লিষ্টদের উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক হবে এ প্রদর্শনী।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রদর্শনীর আয়োজক এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের এমডি টিপু সুলতান ভূঁইয়া, পরিচালক নন্দ গোপাল কে প্রমুখ।

চীন, জাপান, জার্মানি, ফ্রান্স, ইতালি, ভারত, ভিয়েতনাম, তুর্কি, তাইওয়ান, সিঙ্গাপুর, বাংলাদেশের ৭০টি প্রতিষ্ঠানের শতাধিক স্টল রয়েছে। এর মধ্যে জুকি, জ্যাক, ইস্টম্যান, মরগান, উইন্ডা, জুসি, ফোকাস, জেকে সুইং, কুল মাস্টার, জো জে, নাওমোটো, অ্যাডভান্স টেকনোলজি হাউসের স্টলও রয়েছে। এ ছাড়া ওয়াশিং ইন্ডাস্ট্রির কমপ্লিট সলিউশন নিয়ে প্যাসিফিক বাংলাদেশ কোম্পানির স্টল রয়েছে।

ডায়িং, কাটিং, সুইং, ওয়াশিং, প্যাকেজিং, নিডল, সফটওয়্যার, স্পেয়ার পার্টস, অ্যাম্ব্রয়ডারি, প্রিন্টিং, মার্কিং, ভেন্টিলেশন, ফিউজিং, ফিনিশিং, ওয়্যারহাউস ইনস্ট্রাকচার ইত্যাদি রয়েছে।

জুকির স্টলে অটোমেশন, ডিজিটাল স্মার্ট সলিউশন, নন অ্যাপারাল সলিউশন, নিট সলিউশন, সিম্পলি স্মার্ট সলিউশনের যন্ত্রপাতি প্রদর্শিত হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন। বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে প্রদর্শনী।