গুগল আইও সম্মেলন সরাসরি দেখবেন যেভাবে

0
583

গুগলের বাৎসরিক ডেভেলপার ইভেন্ট গুগল আইও ২০১৯ শুরু হচ্ছে কিছুক্ষণ পরেই।ক্যালিফোর্নিয়ার মাউন্টেনভিউয়ে সম্মেলনটি আজ রাত ১১টায় শুরু হচ্ছে। চলবে ৯ মে পর্যন্ত।আয়োজনটি সরাসরি দেখানোর ব্যবস্থা করেছে গুগল কর্তৃপক্ষ।আগামী বছরের মধ্যে যেসব সেবা ও ফিচার অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে আসবে সে সম্পর্কে সম্মেলনে আনুষ্ঠানিকভাবে কিছু তথ্য দেবেন গুগল সিইও সুন্দর পিচাই।এবারের তিন দিনের ওই ইভেন্টটি পুরোটাই সম্প্রচার করবে গুগল। প্রতিষ্ঠানটি আগেই জানিয়ে দিয়েছে তাদের ইভেন্ট দেখার লিঙ্ক। এই ঠিকানায়  গিয়ে যে কেউ ইভেন্টটি দেখতে পারবেন।এখন পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে সম্মেলন থেকে পিক্সেল ৩এ ও পিক্সেল ৩এ এক্সএল, নেস্ট হাব ম্যাক্স, অ্যান্ড্রয়েড কিউ, স্টেডিয়ার বিস্তারিত ঘোষণা আসতে পারে ইভেন্ট থেকে।এছাড়াও, আইও সম্মেলনে অ্যান্ড্রয়েড টিভি, ওয়্যার ওএস, গুগল অ্যাসিস্ট্যান্ট ও গুগল লেন্স ও গুগল ফটোসের নতুন ফিচার সম্পর্কে ঘোষণা আসতে পারে।