গোলাম আকবর খোন্দকার উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন

0
101

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। হাইকোর্টের বিচারপতি বোরহান উদ্দিন চৌধুরী ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চে শুনানি শেষে চট্টগ্রামের চকবাজার ও কোতোয়ালিতে গাড়ি ভাঙচুর ও বিস্ফোরক মামলায় গোলাম আকবরকে ৬ মাসের জামিন মঞ্জুর করেন। গোলাম আকবরের ছেলে ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, জামিন আবেদনের গোলাম আকবরের পক্ষে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী জয়নাল আবেদীন, ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার, ব্যারিস্টার জামিলুর রহমান, ব্যারিস্টার ওসমানসহ সুপ্রিম কোর্ট বারের বেশ কয়েকজন আইনজীবী জামিন শুনানিতে অংশ নেন। উল্লেখ্য, গোলাম আকবর খোন্দকার বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ আছেন।