গ্যাজেট প্রকাশ না করতে ইসিতে তাবিথের চিঠি

0
136

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল প্রধান নির্বাচন কমিশনারের কাছে সুষ্ঠু তদন্তের জন্য একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনী ফলাফলের গ্যাজেট প্রকাশে বিরত থাকার জন্যও আবেদন জানানো হয়।

বুধবার বিকেলে নির্বাচন কমিশনে সরাসরি এবং এর কপি ফ্যাক্সের মাধ্যমে পাঠানো হয়েছে।

তাবিথ আউয়ালের আইনজীবী একেএম এহসানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

চিঠির যথাযথ জবাব না পেলে এবং কার্যকর কোনো পদক্ষেপ না নিলে মামলা করবেন কিনা জানতে চাইলে এহসানুর রহমান বলেন, ‘এ প্রক্রিয়াটি শেষ হলেই পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেয়া হবে। তাই এখন বলতে পারছি না।’

ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ এনে মঙ্গলবার ভোট চলাকালীন সময়ে দুপুরের দিকে তিনি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তাবিথ। একই সময় নির্বাচন বর্জনের ঘোষণা দেয়া হয় ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের পক্ষেও। এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বর্জন করেন বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলম।