গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তি দাবি জামায়াতের

0
50

গ্রেফতার হওয়া দলীয় নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিনা কারণে অন্যায়ভাবে আজ (শনিবার) রাজশাহী জেলা (পশ্চিম) জামায়াতের আমির অধ্যাপক আবদুল খালেকসহ তিন নেতাকে গ্রেফতার করেছে। একইভাবে শুক্রবার রাতে মাদারীপুর জেলা জামায়াতের নায়েবে আমির কাজী আবুল বাশার, পৌর জামায়াতের আমির আব্দুস সুবহান ও সেক্রেটারি হাফেজ এনায়েতসহ চার নেতা-কর্মী, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবদুল লতিফ মাস্টারকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দ্রুত তাদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।

বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, ‘মাদারীপুর নতুন শহরে অবস্থিত ইসলামী এতিম প্রকল্প সরকারি দলের সন্ত্রাসীরা দখল করে নিয়েছে।’ এ ঘটনারও প্রতিবাদ জানান তিনি।