গয়েশ্বর চন্দ্র রায়কে সতর্ক করে, অব্যাহতি দিয়েছেন আদালত

0
78

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে সতর্ক করে দিয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

রোববার পৌনে ১১টায় বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একই সাথে আদালতে উপস্থিত ছিলেন- ড্যাবের সহ-সভাপতি এমএ সালাম এবং ড্যাব মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আদালতে তার পক্ষে শুনানি করেন, অ্যাডভোকেট নিতাই রায় চেীধুরী এবং ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

আদালত থেকে বেরিয়ে আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল সাংবাদিকদের বলেন, ‘আদালত গয়েশ্বর চন্দ্র রায়সহ তিন জনকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতির পাশাপাশি মামলাটি নিষ্পত্তি করে দিয়েছেন।’

আদালতে গয়েশ্বর বলেছেন, আমার বক্তব্য ছিল রাজনৈতিক। আদালত অবমাননার উদ্দেশ্যে নয়।

এরপর আদালত তাদেরকে সতর্ক করেছেন, ভবিষ্যতে আদালত প্রসঙ্গে এমন বক্তব্য দিবেন না। এ সতর্কের পর আদালত মামলাটি নিষ্পত্তি করে দিয়েছেন।