ঘুমধুম পুলিশের অভিযানে ইয়াবাসহ সিএনজি জব্দ

0
56

কায়সার হামিদ মানিক, উখিয়া, কক্সবাজার:
উখিয়ার পাশ্ববর্তী নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ ইয়াবা সহ একটি সিএনজি গাড়ি জব্দ করেছে। শুক্রবার বিকাল ৪ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের ঘুমধুম রাবার বাগান সংলগ্ন টিভি রিলে উপকেন্দ্রের সন্নিকটে এ অভিযান পরিচালনা করে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের একটি দল। পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রের সংবাদ পেয়ে টিভি রিলে উপকেন্দ্র সংলগ্ন ঘুমধুমস্থ রাবার বাগানে জঙ্গলে উৎপেতে থেকে উখিয়া মূখী একটি সিএনজি গাড়ি যার নং- কক্সবাজার-থ-১১-৩৯৩৩ নাম্বারধারী সিএনজি (নাহিয়ান ফেরদৌস এন্টারপ্রাইজ) গাড়িটিকে থামানোর সংকেত দিলে গাড়ির চালক ও ২ জন আরোহী মুহুর্তেই গাড়ি থেকে নেমে কুতুপালং রোহিঙ্গা শিবিরের দিকে পালিয়ে যায়। গোপন সূত্রে জানা গেছে পালিয়ে যাওয়া ড্রাইভার ও আরোহীদের কাছে বিপুল পরিমাণ ইয়াবা ছিল। ইয়াবা গুলো রক্ষা করতে গাড়ি ফেলে পালিয়ে যায়। পরিত্যক্ত অবস্থায় উক্ত গাড়িটি উদ্ধার করে প্রত্যক্ষদর্শী স্বাক্ষীদের সামনে তল্লাশী চালিয়ে সিটের নিচে অভিনব কায়দায় লোকানো ৫টি নীল বর্ণের প্যাকেটে ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায় বলে জানান, অভিযানে নেতৃত্ব দেওয়া ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ মোঃ এরশাদ উল্লাহ। তিনি আরো জানান, পালিয়ে যাওয়া ঐ ২ ব্যক্তিকে সনাক্ত করা হয়েছে। গ্রেফতারের স্বার্থে তাদের নাম ঠিকানা প্রকাশ করেননি। তবে সোর্স মারফত জানতে পারেন পালিয়ে নিয়ে যাওয়া ইয়াবা ও গাড়ি থেকে উদ্ধার করা ইয়াবা গুলো ঘুমধুমের জনৈক আধ্যক্ষরে (জি),(জা) ও (এ) বলে গোপন সূত্রে জানা গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান। তল্লাশী এ সময় উপস্থিত ছিলেন ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের এএসআই রূপন বড়–য়া, জুয়েল বড়–য়া ও সজিব বড়–য়া সহ সঙ্গীয় ফোর্স।