ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় চট্টগ্রামে ২৮৪টি মেডিকেল টিম

0
99

ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় চট্টগ্রামে ২৮৪টি মেডিকেল টিমের ৮৫২ জন স্বাস্থ্যকর্মী মাঠে দায়িত্ব পালন করছেন।

পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত এসব মেডিকেল টিম নির্ধারিত স্থানে সেবা দিবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী।

এ ছাড়া নগরে চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে একাধিক মেডিকেল টিম মাঠে রয়েছে।

ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, প্রত্যেক উপজেলায় ৫টি করে মোট ৭০টি, প্রতিটি ইউনিয়নে ১টি করে ২০০টি, আরবান ডিসপেনসারি ও জেনারেল হাসপাতালসহ ২৮৪টি মেডিকেলে টিম কাজ করছে।

‘এসব মেডিকেল টিম ২৪ ঘণ্টা সেবা দিবে। এ ছাড়া সরকারি সব চিকিৎসাকেন্দ্রের চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীরা রোস্টার অনুযায়ী দায়িত্ব পালন করছেন।’

তিনি বলেন, সিভিল সার্জন অফিসে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় জনবল রাখা হয়েছে।

‘মেডিকেল টিমের জন্য পর্যাপ্ত ওষুধসহ যাবতীয় সরঞ্জাম সরবরাহ করার পাশাপাশি শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিস রাখা হয়েছে।’