চকবাজার অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য পোপের প্রার্থনা

0
219

ঢাকার চকবাজারে আগুন লেগে ৮১ জন নিহত হয়েছে উল্লেখ করে গভীর শোক জানিয়েছেন পোপ ফ্রান্সিস। হতাহতদের জন্য প্রার্থনাও করেছেন তিনি। বৃহস্পতিবার পোপের পক্ষ থেকে কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিনের পাঠানো এক টেলিগ্রামে এ কথা জানানো হয়েছে। খবর ভ্যাটিকান নিউজের।

টেলিগ্রামে বলা হয়, ‘ঢাকার কেন্দ্রস্থলে আগুন লেগে জীবনহানী ও আহত হওয়ার ঘটনা জানতে পেরে পোপ ফ্রান্সিস গভীরভাবে শোকাহত। তিনি সকল আক্রান্তদের প্রতি সহমর্মিতাও জানিয়েছেন।’

বিবৃতিতে বলা হয়, ‘নিহতদের আত্মার শান্তি এবং আহতদের আরোগ্য কামনায় প্রার্থনা করেছেন পোপ ফ্রান্সিস।’

পোপের প্রার্থনা, আক্রান্তদের সহায়তায় এগিয়ে আসতে ঈশ্বর যেন সবাইকে সাহস দেন। একই সঙ্গে সান্তনা ও শক্তি পেতে ঈশ্বরের কৃপাও চান তিনি।

চকবাজার অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য পোপের প্রার্থনা

বুধবার রাত ১০টার পর রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। পরে আগুন ভয়াবহ আকারে আশপাশের ৫টি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ চকবাজার অগ্নিকাণ্ড: মরদেহ বুঝে নিচ্ছেন স্বজনরা

আগুনে পুড়ে ৮১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ডা. এনামুর রহমান। তবে পরে তিনি সংশোধন করে ৬৭ জনের মৃত্যুর কথা জানান। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।