চকরিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল সম্পন্ন

0
179

 কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে বঙ্গমাতা ও বঙ্গবন্ধু ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শনিবার (২৭জুলাই) বিকালে উপজেলা পরিষদস্থ মগবাজার কমিউনিটি সেন্টার মাঠ (শেখ রাসেল) স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্টিত হয়। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে পুরুস্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম এম এ। উক্ত ফাইনাল খেলায় বিজয়ী দলের মাঝে পুরুস্কার বিতরণ করেন অনুষ্ঠানের উদ্বোধক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) সভাপতি বিশিষ্ঠ ক্রীড়াবিদ আলহাজ ফজলুল করিম সাঈদী। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.হামিদুল্লাহ, উপজেলা রেড় ক্রিসেন্ট কর্মকর্তা মো.মনির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক বিশিষ্ঠ আওয়ামীলীগ নেতা পরিমল বড়ুয়াসহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। ফাইনাল খেলার সার্বিক মনিটরিং করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.আনোয়ারুল কাদের, মো.আবু জাফর, বিকাশ ধর ও সাবরিনা সুলতানা। উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার বলেন, অনুষ্ঠিত ফাইনাল খেলায় বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ক্যাটাগরীতে উপজেলার খোঁজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে উত্তর ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অপরদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ক্যাটাগরীতে ডেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ২-০ গোলে ডুলাহাজারা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে জয়লাভ করেন। তিনি বলেন, উপজেলার ১৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় গ্রুপে বিভক্ত হয়ে এ টুর্নামেন্ট অংশ নেন। সর্বশেষ ফাইনাল রাউন্ডে চারটি বিদ্যালয় একে অপরের মুখোমুখি হন। ছাত্র-ছাত্রীরা শুধু পড়া-লেখায় সীমাবদ্ধ থাকলে হবে না, তাদেরকে ক্রীড়ার মাধ্যমেও এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রীর যে ভিশন রয়েছে তা বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা তাদের খেলাধুলার মধ্যদিয়ে এ দেশকে সোনার বাংলাদেশে রূপ বাস্তবায়ন ও অগ্র উন্নয়নে বিরাট ভুমিকা রাখতে সক্ষম হবে। চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী বলেন, ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল। এ প্রতিপাদ্যকে বুকে ধারণ করে সকল শিক্ষার্থীকে ক্রীড়ার মাধ্যমে এগিয়ে যেতে হবে। শুধুমাত্র পড়া-লেখা করে নিজেকে গড়ে তুললে হবে না। পড়া-লেখার পাশাপাশি খেলাধুলা মাধ্যমেও নিজেকে বিকশিত করতে। যারা পড়া-লেখার পাশাপাশি ক্রীড়ার মাধ্যমে নিজেকে ফুটিয়ে তুলেছে তারা আজ বিশ্বেরবুকে পরিচিত লাভ করেছে। একদিনে পেলে, ম্যারাডোনা, মেসি, নেইমার মতো খেলোয়াড সৃষ্ঠি হয়নি। কঠোর পরিশ্রম ও নিয়মিত শাররিক চর্চার মাধ্যমে তারা আজ বিশ্বজুড়ে খ্যাতিমান। তিনি আরও বলেন, দেশের জাতীয় ফুটবল দল ও বিভিন্ন নামীদামী ক্লাবে চকরিয়ার অসংখ্য খেলোয়াড রয়েছে। তারাও পড়া-লেখার পাশাপাশি নিজেকে একজন দক্ষ খেলোয়াড হিসেবে তৈরি করে দেশের সম্মান কুড়িয়ে আনছে। ঠিক তেমনি ভাবে উপজেলা পর্যায়ের যারা চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার গৌরব অর্জন করেছে তাদেরকে দেশ সেরা হওয়ার জন্য উপজেলা পরিষদের পক্ষথেকে সার্বিক ভাবে সহযোগীতা দেয়ার আশ্বাস দেন তিনি।