চকরিয়ায় হত্যাযজ্ঞের প্রতিবাদে শনিবার কক্সবাজার জেলা ব্যাপী বিক্ষোভ

0
108

bnp-flag বিএনপিবাংলাদেশ জাতীয়তবাদী দল-বিএনপি কক্সবাজার জেলা শাখার সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক পিপি এড. শামীম আরা স্বপ্না এক যৌথ বিবৃতিতে বলেন-দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে চকরিয়া পেকুয়ায় শান্তিপ্রিয় হাজার হাজার জনতা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবী এবং এই অবৈধ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রকাশের উদ্দেশ্যে গণমিছিল শুরু করলে চকরিয়ায় আওয়ামীলীগের শসস্ত্র ক্যাডার বাহিনীর প্রধান জাফরসহ সরকারের পেটুয়া বাহিনী নির্বিচারে গুলি বর্ষণ করে যুবদল, ছাত্রদল কর্মীদের হত্যা করার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। নেতৃবৃন্দ আরো বলেন- চকরিয়ায় হত্যাযজ্ঞ চালিয়ে অবৈধ সরকার জনগণের আন্দোলন দমন করতে চায়। এই পৈশাচিক হত্যা কান্ডের নিন্দা উদ্বেগ প্রকাশ করার ভাষা আমাদের নেই। রাজনৈতিক সৌহার্দ্য পূর্ণ পরিবেশকে গুলিবর্ষন করে যারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে, তার বিচারের ভার জেলার ৩০ লক্ষ জনগনের উপর ছেড়ে দিলাম। হত্যাযজ্ঞের প্রতিবাদে আজ উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ কর্মসূচী পালিত হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ দেশনেত্রীর ঘোষিত কর্মসূচী ২৭, ২৮ ও ২৯ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল জেলা ব্যাপী শান্তিপূর্ণভাবে পালনের আহবান জানান এবং এই কর্মসূচীর পর চকরিয়ার হত্যা কান্ডের প্রতিবাদে বৃহত্তর কর্মসূচী ঘোষনা করা হবে। জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।