নিউজচিটাগাং২৪’র হলরুমে প্রথম আলো বন্ধুসভা’র জমজমাট সাহিত্য আড্ডা

0
166

 

বাঁশির সুরে শ্রোতাদের মুগ্ধ করছেন কবি বিপ্রতীপ অপু


আজ ২৪শে ডিসেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের প্রথম অনলাইন নিউজ পোর্টাল newschittagong24.com এর হলরুমে অনুষ্টিত প্রথম আলো বন্ধুসভা-র আড্ডা ।

প্রথমআলো বন্ধুসভা-র প্রতি বরাবরই একটা আলাদা টান অনুভব করি। হয়তো বন্ধুসভা চট্টগ্রামের প্রথম দিন হতে ছিলাম বলে। সে সময়ের সবাই খুব প্রিয়জন ছিলেন। চট্টগ্রামে আমাদের পালের গোদা ছিলেন ওয়াহিদ মুরাদ ভাই। আপাতত আর কারো নাম নিলামনা, কারন দেখা যাবে অনেকেই স্মৃতি ভ্রষ্টতার কারনে বাদ পড়ে গেছেন। তবে বন্ধুসভার পাতায় সদস্য হয়েছিলাম অনেকপরে।  মানে ১৭ মে ২০০০ সালের বন্ধুসভা ৭২ সংখ্যায় আমার সদস্য নাম্বার এসেছিলো। আমি ছিলাম ৩০১৬ নং বন্ধু। যাইহোক এখনো পুরনো বন্ধুদের কারো কথাশুনলে দেখার জন্য মন ইতিউতি করে। তেমনি আজ হঠাৎ করেই বন্ধুসভার প্রিয়মুখ এবং চট্টগ্রামের প্রাক্তন সভাপতি বিপ্রতীপ অপু ভাই জানালেন ফেনীর বন্ধু নুরুল আমিন হৃদয় চট্টগ্রাম আসছেন – চলেন একসাথে কিছুটা সময় আড্ডা দিই আর স্মৃতিচারন করি। শেষ বিকালে মিলিত হলাম চট্টগ্রামে প্রথম ২৪ ঘন্টার অনলাইন পত্রিকা newschittagong24.com অফিসের ছিমছাম হলরুমে।  আয়োজক কবি বিপ্রতীপ অপু ভাই যথারীতি সবার আগে এসে হাজির। কবি অভিলাষ মাহমুদ তো আছেনই। খানিকবাদে আমাদের অতিথি বিশাল হৃদয়ের মানুষ সাংবাদিক, ছড়াকার ও গল্পকার নুরুল আমিন হৃদয় ভাই হাজির। এরপর একে একে কবি আকাশ আজিজ, আব্দুল্লাহ আল নোমান, আউয়াল, জাহিদুল ইসলাম, আহমদ আজমাইন ফায়েক এবং বন্ধুসভার হাল আমলের সদস্য রিমুল মিয়াজি হাজির হলো।  তারপর শুরু হলো নুরুল আমিন হৃদয় ভাইয়ের সম্মানে সাহিত্য আড্ডা।  বিপ্রতীপ অপু ভাইয়ের মোহনীয় বাঁশি দিয়ে শুরু হলো চমক লাগানো। তন্ময় হয়ে শুনলাম। এতো ভালো বাঁশি বাজায় কি করে? তারপর আকাশ আজিজ ভাই, অভিলাষ মাহমুদ, আব্দুল্লাহ আল নোমান, রিমুল মিয়াজী এবং আমি স্বরচিত কবিতা আবৃতি করলাম। নিজের কবিতার বাহিরে আমি প্রথমে বিপ্রতীপ অপু ভাইয়ের ২০১৭ একুশের বই মেলার জন্য প্রস্তুত পান্ডুলিপি হতে কবিতা আবৃত্তি করি, পরে আকাশ আজিজ ভাই এবং আমাদের মধ্যমনি নুরুল আমিন হৃদয় ভাইয়ের গল্প পাঠ করি ।  আহমদ আজমাইন ফায়েক অসাধারন দুটো নজরুল সংগীত গেয়ে আড্ডার ষোলকলা পূর্ণ করে।  বিপ্রতীপ অপু ভাইয়ের বাঁশি কি একবারে ক্ষিদে মিটে? বারবার বাজায়, তবু খুব শীঘ্র আরেকদিন বাঁশির সুর শুনার অপেক্ষায় আমরা আড্ডা শেষ করি। মাঝে মাঝে ছিলো সেলফিবাজী।
নুরুল আমিন হৃদয় ভাই কৃতজ্ঞতা আপনার প্রতি।  আবার মনে করিয়ে দিলেন বন্ধুসভাকে।  আমরা যে যেখানেই থাকিনা কেনো প্রথম আলো বন্ধুসভা কিংবা ভোরের কাগজ পাঠক ফোরাম (ভোকাপাফো) আমাদের এক হৃদয় হতে আরেক হৃদয়ে বিনিসুতার মালার মতো পরস্পরকে গেঁথে রাখবে।
জয়তু প্রথম আলো বন্ধুসভা
জয়তু ভোরের কাগজ পাঠক ফোরাম (ভোকাপাফো)।