চট্টগ্রামের ৩০ গ্রামের মানুষ মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা

0
98

eid mubarakচট্টগ্রামের ৩০ গ্রামের মানুষ মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন। সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে অন্যান্য বছরের মতো এবারও একদিন আগে কোরবানি দেবেন তারা।

সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের মুরিদ এই গ্রামবাসীরা প্রতিবছরের ন্যায় একদিন আগেই পবিত্র ঈদুল ফিতর পালন করেন। ইতমধ্যে ঈদের নামাজ আদায়ের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দরবার শরীফ কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্নস্থানে থাকা মির্জাখীল দরবারের অনেক মুরিদ ঈদের নামাজ আদায়ের জন্য গত রোববার থেকে দরবার শরীফে চলে এসেছেন।

মঙ্গলবার সকাল ৯ টায় মির্জাখীল দরবারের মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। দরবার শরীফের পীর হযরত মৌলানা মোহাম্মদ আরেফুল হাই এর বড় ছেলে মুফতি মৌলানা মোহাম্মদ মকছুদুর রহমান ঈদুল আজহার নামাজ পড়াবেন বলে জানা গেছে।

মির্জাখীল দরবার শরীফ সূত্রে জানা যায়, সাতকানিয়ার মির্জাখীল, গাটিয়াডেঙ্গা, পশ্চিম বাজালিয়া, মাদার্শা, চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, কানাই মাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাশঁখালীর কালিপুর, চাম্বল, শেখের খীল, ডোংরা, ছনুয়া, আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপ, লোহাগাড়ার পুটিবিলা, কলাউজান, বড়হাতিয়া, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ, রাউজান, ফটিকছড়ির কিছু এলাকাসহ চট্টগ্রামের ত্রিশটি গ্রামের মানুষ আগামী কাল ঈদুল আজহা উদযাপন করবে।