চট্টগ্রামে শুরু হচ্ছে একুশে বইমেলা

0
331

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বন্দরনগরী চট্টগ্রামে দেশের দ্বিতীয় বৃহত্তম অমর একুশে বইমেলার ২০ দিনব্যাপী আসর শুরু হচ্ছে।  ২০১৯ ধারাবাহিকতায় এবারও সম্মিলিত উদ্যোগে বাস্তবায়িত হবে এ মেলা। প্রথমবার পাঠক ও লেখকের প্রত্যাশা পূরণ হয়েছিল। তাই এবারও আশাবাদী তারা। তবে এই মেলা চট্টগ্রামের সৃজনশীল প্রকাশনা শিল্পের বিস্তারে কতটা ভূমিকা রাখবে সেটা নিয়ে আছে নানা প্রশ্ন।
বিভিন্ন নথিপত্র পর্যালোচনায় জানা গেছে, ষাটের দশকে দেশের প্রকাশনা শিল্পে বড় ভূমিকা রাখত চট্টগ্রাম। ওই সময়টা ছিল চট্টগ্রামের প্রকাশনা শিল্পের স্বর্ণযুগ। তখন শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গের খ্যাতিমান অনেক লেখকের বইও প্রকাশ করেছে চট্টগ্রামের প্রকাশনা সংস্থাগুলো। কালের আবর্তে চট্টগ্রামের প্রকাশনা শিল্পের ঐতিহ্য সমৃদ্ধ হয়নি। বরং ধস নেমেছে। এর পেছনে আছে নানা কারণ। তবে ২০১৯ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে সম্মিলিত ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বইমেলা সফল হওয়ায় স্থানীয় প্রকাশকরা আশার আলো দেখতে পান। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা।