চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ-সম্পাদক হ‌লেন গিয়াস রায়হান

0
118
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পুর্ণাঙ্গ কমিটির ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপ-সম্পাদক মনোনীত হয়েছেন চন্দনাইশ উপজেলার কৃতি সন্তান, সরকারি সিটি কলেজের মেধাবী ছাত্রনেতা মুহাম্মদ গিয়াস উদ্দীন রায়হান।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক  স্বাক্ষরে  ৪ মার্চ চট্টগ্রাম দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।
বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের আদ‌র্শে অ‌বিচল থাকার প্রত‌্যয় ব‌্যক্ত ক‌রে ছাত্রনেতা গিয়াস উদ্দীন রায়হান বলেন, জা‌তির জন‌ক বঙ্গবন্ধুই আমা‌দের আদর্শ, মুজিবাদর্শকে ভালোবেসে ছোট‌বেলা থে‌কেই স্বাধীনতার স্বপক্ষের ছাত্র রাজনীতিতে আমার হা‌তেখ‌ড়ি। ছাত্র থে‌কে কি‌শোর দিন যতই গ‌ড়ি‌য়ে‌ছে ততই একাত্ম হ‌য়ে‌ছি ছাত্রলী‌গের সা‌থে।  দেশ ও জা‌তির স্বা‌র্থে, মু‌ক্তিযুদ্ধের প‌ক্ষে আ‌পোষহীন বঙ্গবন্ধু কন‌্যার আদর্শ ও গণমানু‌ষের প্রতি অকৃ‌ত্রিম ভালবাসায় মুগ্ধ হ‌য়ে নৌকার মি‌ছি‌লে শা‌মিল হ‌য়ে‌ছি। বঙ্গবন্ধুকন‌্যাই আমা‌দের একমাত্র ঠিকানা। গণমানু‌ষের প্রতি নেত্রীর সেই ভালবাসা,  নেত্রীর নী‌তি, আদর্শই আম‌া‌দের চলার পা‌থেয়। তি‌নি ব‌লেন, ছাত্রলী‌গের নেতৃ‌ত্বে দে‌শের শিক্ষার্থী‌দের মা‌ঝে মু‌জিবাদর্শের মান‌বিকতা ছ‌ড়ি‌য়ে দি‌তে চাই। যু‌গোপ‌যো‌গি কর্মসু‌চি দি‌য়ে ছাত্রলীগ ছাত্র ছাত্রী‌দের সুনাগ‌রিক গ‌ড়ে তোলার পাশাপা‌শি বাংলা‌দে‌শের আগামীর মেধাবী নেতৃত্ব তৈ‌রি কর‌বে।  ই‌তিম‌ধ্যে জন‌নেত্রী শেখ হা‌সিনার নি‌র্দে‌শে ছাত্রলীগ সারা‌দে‌শে নকল ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা কর‌তে সক্ষম হ‌য়ে‌ছে।
দক্ষিণ জেলা ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটিতে  ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপ-সম্পাদক  মনোনীত করায় মহান আল্লাহর দরবা‌রে শোক‌রিয়া জ্ঞাপ‌নের পাশাপা‌শি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানান ছাত্রনেতা রায়হান।  তি‌নি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ছাত্রলী‌গের পতাকাত‌লে ঐক‌্যবদ্ধ হ‌য়ে বঙ্গবন্ধু কন‌্যার হাত‌কে শ‌ক্তিশালী করার আহ্বান জানান।