চট্টগ্রাম বন্দরে জাহাজডুবি

0
118

চট্টগ্রাম বন্দর সীমানার মধ্যে কর্ণফুলী নদীর মোহনায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কর্ণফুলীর মোহনায় কাফকো-অ্যামোনিয়া জেটির সামনে রড তৈরীর কাঁচামাল স্টিলের পাতবোঝাই হ্যাং গ্যাং-টু নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। তবে ওই জাহাজের ১৩ জন কর্মকর্তা-কর্মচারী নিরাপদে তীরে উঠতে il jahajsসক্ষম হয়েছেন।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ মো.ফরহাদ উদ্দিন আহমেদ বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে জাহাজটি পুরোপুরি ডুবে গেছে। বন্দর চ্যানেল থেকে দূরে হওয়ায় বন্দরে জাহাজ আসা-যাওয়ার ক্ষেত্রে কোন সমস্যা হচ্ছেনা।এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানান বন্দর সচিব।

বন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টায় বন্দরের বর্হিনোঙ্গরে অবস্থান নেয়া মাদার ভেসেল থর ডাইনামিক থেকে দেড় হাজার টন স্টীল বিলেট বোঝাই করে লাইটার জাহাজটি কর্ণফুলী নদীতে ফিরছিল।

কর্ণফুলীর মোহনায় কাফকো জেটির পাশে আসার পর এটি তলা ফেটে ডুবতে শুরু করে। এ অবস্থায় জাহাজের ১৩ জন কর্মকর্তা-কর্মচারী নিরাপদে জাহাজ থেকে সরে আসতে সক্ষম হন। জাহাজটি আবুল খায়ের গ্রুপের স্টিল বিলেট পরিবহন করছিল বলে সূত্র জানিয়েছে।