চট্টগ্রাম বন্দর কলেজ রোভার স্কাউট’র তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন

0
108

চট্টগ্রাম বন্দর কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে “নেতৃত্ব বিকাশে রোভারিং” স্লোগান নিয়ে দুইদিন ব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান গত ৭ ও ৮ মে শহীদ মো. ফজলুর রহমান মুন্সি অডিটোরিয়াম ও কলেজ মাঠে সম্পন্ন হয়। প্রথম দিন বিকাল ৪টায় এর শুভ উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম বন্দর কলেজের অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি মোহাম্মদ আবদুল হালিম চৌধুরী। দুইদিন ব্যাপী অনুষ্ঠানে স্কাউট আন্দোলনের মূলনীতি ও ইতিহাস, স্কাউট শপথ, আইন, চিহ্ন ও ব্যাজ, ক্রুমিটিং, পাইওনিয়ারিং, প্রাথমিক প্রতিবিধান, ভিজিল ইত্যাদি বিষয়ের উপর সেশন অনুষ্ঠিত হয়। শেষ দিন ২১ জন রোভার সহচরকে দীক্ষা প্রদান করেন বন্দর কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার আহমদ ইমরানুল আজিজ। এতে প্রশিক্ষক ছিলেন প্রেসিডেন্ট রোভার স্কাউট মো. বোরহান উদ্দিন, প্রেসিডেন্ট রোভার স্কাউট তনয় রুদ্র ও চট্টগ্রাম কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার মেট হাসান মো. সাইফুদ্দিন। ৮ মে বেলা ১১টায় ২ দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি মোহাম্মদ আবদুল হালিম চৌধুরীর সভাপতিত্বে ও রোভার স্কাউট লিডার আহমদ ইমরানুল আজিজের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট রোভার স্কাউট মো. বোরহান উদ্দিন, হাসান মো. সাইফুদ্দিন প্রমুখ। এতে কলেজ অধ্যক্ষ আবদুল হালিম চৌধুরী বলেন, রোভারিং কার্যক্রম বেগবান করতে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। একজন দক্ষ ও নেতৃত্বশীল মানুষ হিসেবে গড়তে রোভার স্কাউট আন্দোলনের ভূমিকা অনস্মীকার্য। আজ দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে রোভার সহচররা রোভার সদস্য হিসেবে বিশ্ব স্কাউট আন্দোলনে পদার্পন করেছে। যা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সুতরাং একে ধারণ করে আত্ম উন্নয়ন, সমাজ উন্নয়ন সর্বোপরি দেশের উন্নয়ন ও কল্যাণে সবাইকে কাজ করে যেতে হবে। তিনি ছাত্রদেরকে রোভারিংকে মনে প্রাণে গ্রহণ করার আহবান জানান।