চট্টগ্রাম মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0
73

বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যার প্রতিবাদে আজ ৯ অক্টোবর
বুধবার বিকালে চকবাজার মোড় হতে চট্টগ্রাম কলেজ সড়ক অতিক্রম করে গণি
বেকারীর মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহবায়ক
সালাহ উদ্দিন সাহেদ’র সভাপতিত্বে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক
আমজাদ হোসেন শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদল নেতা রেজাউল করিম রেজা.
রিদুয়ান আলী, মহসিন কলেজ ছাত্রদল’র যুগ্ম আহবায়ক ইমাম হোসেন আবির,
জুনায়েদ রাসেল, ইমরুল হোসেন পাভেল, শওকত হোসেন বিজয়, সিটি কলেজ ছাত্রদল
নেতা ইরফান, সৌরভ, বিজিট্রাস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রয়েল, রোকন
উদ্দিন, অজয়, মহানগর ছাত্রদল নেতা এসতফা, আরমুন খান, মামুন উদ্দিন, নবাব
শরীফ, তাজু প্রমুখ নেতৃবৃন্দ।
উক্ত সমাবেশে সালাহ উদ্দিন সাহেদ বলেন, অবৈধ প্রধানমন্ত্রী ভারতকে সব
উজাড় করে দিয়ে আসবেন অথচ জাতীয় স্বার্থে ভারতীয় আধিপত্যবাদ তাদের দেশীয়
দালালদের বিরুদ্ধে প্রতিবাদ করলে নেত্রীর উগ্র অনুসারীদের হাতে পিঠিয়ে
মরতে হয় বুয়েটের মেধাবী প্রতিবাদী ছাত্র আবরার ফাহাদকে। এটাই কি স্বাধীন
সার্বভৌম রাষ্ট্রের পরাধীন জনগোষ্ঠীর নিয়তি?
ভারতীয় আগ্রাসনের চেয়ে ভারতীয় রাজাকার দালালেরই আজ দেশের স্বাধীনতা ও
সার্বভৌমত্বের প্রধান শত্র“। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে ভারতীয়
রাজাকারের হাতে শহীদ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ দেশ রক্ষার সংগ্রামের
শহীদ বীরমুক্তিযোদ্ধা। শহীদ বীরমুক্তিযোদ্ধা আবরার ফাহাদের রক্ত বৃথা
যাবে না। মুক্তিযোদ্ধার রক্ত কখনো বৃথা যাবে না। রক্তের স্রোতে জেগে উঠবে
হাজারো বীর মুক্তিযোদ্ধা। দেশকে রক্ষা করতে হলে দেশের দুইটি মাকে রক্ষা
করতে হবে। মামতাময়ী বেগম খালেদা জিয়া ও আমার মাতৃভূমি বাংলাদেশকে মুক্ত
করতে হবে। দেশকে রক্ষা করার জন্য সাধারণ ছাত্রদেরকে আবরার ফাহাদের
হত্যাকারীদের বিচারের দাবীতে রাজপথে থাকার আহবান জানান