চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে যাত্রীদের চরম দুর্ভোগ

0
193

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় গত ২২ জুলাই সোমবার বিকালে সিএনজি অটোরিক্সা চালকদের সাথে বাস শ্রমিকদের সংর্ঘষের ঘটনার জের ধরে পরিবহন মালিক ও শ্রমিকেরা হঠাৎ ২৩ জুলাই মঙ্গলবার সকাল থেকে অনিদিষ্টকালের জন্য চট্টগ্রাম নাজির হাট, খাগড়াছড়ি, রামগড় সড়ক, চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক সহ ২২টি সড়কে পরিবহন ধর্মঘটের ডাক দেয় । পরিবহন ধর্মঘট চলাকালে ২৩ জুলাই মঙ্গলবার চট্টপগ্রাম নাজির হাট, খাগড়া ছড়ি, রামগড় সড়ক সহ চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক, তকির হাট সড়ক, মহালছড়ি সড়ক, রাজস্থলী সড়কে পরিবহন মালিক ও পরিবহন শ্রমিকেরা ধর্মঘট পালন করে। হঠাৎ করে পরিবহন ধর্মঘট হওয়ায় গতকাল সকাল থেকে সারাদিন হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগ পোহাতে হয় । সড়কে চলাচলকারী সিএনজি অটোরিক্সা চালকদের বেশী ভাড়া দিয়ে যাত্রীরা গন্তব্যস্থলে যেতে হয় । রাউজান উপজেলা প্রকৌশল অফিসের কর্মর্কতা তসমিন আকতার বলেন, গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ বেপারী পাড়া থেকে কর্মস্থল রাউজান আসার জন্য বাসা থেকে বের হয়ে নগরীর ১০ নং রোডের যাত্রাবাহি বাস না পেয়ে সিএনজি অটোরিক্সায় করে নগরীর মুরাদপুর আসি। মুরাদপুর এলাকায় যাত্রাবাহি বাস না পেয়ে আর একটি সিএন জি, অটোরিক্সায় করে আমান বাজার এলাকায় আসতে হয়। আমান বাজার এলাকা থেকে আর একটি সি,এনজি অটোরিক্সায় করে ফতেয়াবাদে আসি । ফতেয়াবাদ এলাকা থেকে রিক্সায় করে হটাহাজারীতে আসি । হাটহাজারী থেকে সিএনজি অটোরিক্সায় করে রাউজানে আসতে হয় । পরিবহন ধর্মঘট চলাকালে সড়কে আটকা পড়া যাত্রীরা প্রতিদিনের ভাড়ার টাকা চেয়ে দ্ব্গিুন ভাড়া দিয়ে চরমে দুর্ভোগের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয় । পরিবহন ধর্মঘট প্রসঙ্গে চট্টগ্রাম বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইউনুছ মিয়া বলেন নগরী অক্সিজেন এলাকায় অবৈধভাবে সড়কে চলাচলকারী সিএনজি অটোরিক্সা চালকদের হামলার ঘটনার প্রতিবাদে অনিদিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে । সিএনজি অটোরিক্সা চালকদের হামলায় পরিবহন শ্রমিক নেতা আজিম সহ শ্রমিক আহত হয়েছে ।