চট্টগ্রাম ৯ আসনে আ’লীগের মানুষকেই মনোনয়ন দিন

0
71

কোতোয়ালী থানা আওয়ামী লীগ‘র আহ্বান

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ কোতোয়ালী-বাকলিয়া আসন থেকে নৌকা প্রতীকে দলের প্রতি নিবেদিত প্রাণ ও জনগণের সাথে সম্পৃক্ত ব্যক্তিকে মনোনয়ন প্রদানের জন্যে কোতোয়ালী থানা আওয়ামী লীগ প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনা এবং নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বিকালে কোতোয়ালী থানা আওয়ামী লীগের নির্বাহী কমিটির এক সভায় গৃহীত সিদ্ধান্তে বলা হয়, চট্টগ্রাম ৯ সংসদীয় আসনটি কোতোয়ালী ও বাকলিয়া থানা নিয়ে গঠিত। এ নির্বাচনী এলাকাটি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রাণশক্তি। বিগত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পরিবর্তে মহাজোটের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়। কার্যত দেখা গেছে এ সময়ে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচিত সাংসদ এ নির্বাচনী এলাকায় জনসম্পৃক্ততা গড়ে তুলতে ব্যর্থ হয়েছেন এবং এ ক্ষেত্রে তিনি জোটের প্রধান শরিক দল আওয়ামী লীগ নেতাকর্মীকে নিস্ত্রিুয় রেখে নিজের খেয়াল খুশিমত পছন্দের লোকজনদের নিয়ে সরকারি উন্নয়নের কর্মকান্ডের বরাদ্দ বন্টন করিয়েছন। এর ফলে সংগঠনের নিবেদিত প্রাণ নেতাকর্মীরা বর্তমান সরকারের ইতিবাচক কর্মকান্ড ও কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে স্থানীয় সাংসদের কোন সহযোগিতা পাননি। এ কারণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ডের মুলকেন্দ্র কোতোয়ালী-বাকলিয়ায় সাংগঠনিক অবস্থান অনেকটা নাজুক পরিস্থিতির সম্মুখিন হয়েছে। তাই আগামী সংসদীয় নির্বাচনে এ আসন থেকে দলের একজন উদ্যামী ও সক্রিয় নেতাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হোক। সভায় গৃহীত অপর সিদ্ধান্তে কোতোয়ালী থানা আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী পদ-পদবী গ্রহণ করে সাংগঠনিক কর্মকান্ডে অংশগ্রহণ থেকে বিরত রয়েছেন তাঁদের বিরুদ্ধে মহানগর আওয়ামী লীগের কাছে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ পালন উপলক্ষ্যে আগামী ৯ আগস্ট মোমিন রোডস্থ প্রিয়া কমিউনিটি সেন্টারে এক দোয়া মাহফিল, আলোচনা সভার কর্মসূচি গৃহীত হয়। কোতোয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফিরোজ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল মনছুরের সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরী সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক টিংকু বড়–য়া, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মিথুন বড়–য়া, সম্পাদক ম-লীর সদস্য এড. মহিবুল্লাহ চৌধুরী, আবুল হাশেম বাবুল, তারেক ইমতিয়াজ ইমতু, এস.কে পাল, কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, মহিলা সম্পাদিকা কাউন্সিলার নিলু নাগ, মাস্টার জসিম উদ্দিন প্রমুখ।