চট্টল রাজনীতি !

0
441

চট্টগ্রামে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় অচিরেই স্থাপনের জন্য সেদিন জোর দাবি তুলেছিলাম তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের কাছে ।
জননেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর সহযোগিতায় সেদিন সাংবাদিক সমাজের পক্ষে এই দাবী তুলি। কিন্তু দুর্ভাগ্য আজও একটি শ্রেণী চট্টলবীরকে ‘গোষ্ঠীবদ্ধ অংশের নেতা হিসেবে’ চিত্রিত করে নগর রাজনীতিতে নিজেদের সুবিধা নিতে চায়। ‘রাজনৈতিক ভাদাম্ম্যারা’ই এই কাজটি করছে।
অন্যদিকে আজ বিস্মিত হয়ে এও দেখি, নগরে সক্রিয় একটি অংশ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত মহিউদ্দিনপুত্র ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি’র সাথে রাজনীতিতে দীর্ঘ ত্যাগ বঞ্চনায় আরেক ঋদ্ধ পুরুষ, নগরপিতা
আ জ ম নাছির উদ্দিনের সাথে অহেতুক দূরত্ব তৈরি করতে চান। যারা একাজটি করছেন তারা আসলে কার বা কাদের ভাল চান, তা’ই এখন প্রশ্ন। অবশ্য, যারা জামাতি অশুভ শক্তির সাথে বৈঠক করে বক্তৃতা দেয় কিংবা আকন্ঠ জামায়াতি শূরা পানে অভ্যস্ত তারা এমনটি করলে নগরবাসীর কাছে অবিশ্বাস্য ঠেকেনা।
এখনকার রাজনৈতিক বাস্তবতা এমনই যে, অনেক কথা’ই আগের মত লিখি না ইচ্ছে করেই ।
(৩০ এপ্রিল, ২০১৯)

রিয়াজ হায়দার চৌধুরীর ফেসবুক থেকে