চন্দ্রঘোনায় আগুনে পুড়ে যাওয়া নিঃস্ব মানুযের পাশে অধ্যাপক কুতুব

0
57

রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনায় ১১নং ইউনিয়ন কদমতলীতে ইদ্রিচ সওদাগরের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে গেলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক কুতুব উদ্দিন বাহারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা নবাব মিয়া চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ ফজলুল হক, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী, মোঃ নুরুল ইসলাম, শাহ আলম কন্ট্রাক্টর, আব্দুচ সালাম মেম্বার, মোঃ বেলাল, জাহাঙ্গীর এলাহী, মোঃ শাহজাহান সিকদার, মোঃ মোজাফ্ফর হোসেন, মোঃ জাবেদুল ইসলাম রনি, মোঃ গোলাম রব্বানীসহ প্রমুখ নেতৃবৃন্দ।
ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর উদ্দেশ্যে অধ্যাপক কুতুব উদ্দিন বাহার বলেন, বিএনপি সব সময় সাধারণ মানুষের জন্য কাজ করে আসছে। একই ধারাবাহিকতায় বিএনপির নেতৃত্বে রাঙ্গুনিয়াবাসীর আগামী দিনে সেবা করার জন্য বিএনপি এবং আমাদের পরিবার সদা সর্বদা প্রস্তুত। কারণ মানুষের সেবা করার মাধ্যমেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশের মাটিতে অল্প সময়ে অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন। একই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্রের আধুনিক ধারা সুচিত হয়েছিল এবং তারেক রহমান বাংলাদেশের আনাচে-কানাছে সাধারণ মানুষের কাছে যাওয়ার কারণেই তার জনপ্রিয়তাও সাধারণ জনগণসহ তরুণ প্রজন্মের কাছে অধিক জনপ্রিয়। তাই বর্তমান সরকার এই সমন্বিত জনপ্রিয়তাকে ভয় পায় বলে জনগণকে ভোটাধিকার প্রয়োগ থেকে দূরে রাখতে চায়। রাঙ্গুনিয়া বাসি আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবে বলে তিনি উল্লেখ করেন। ক্ষতিগ্রস্ত এলাকাপরিদর্শন করে প্রত্যেক পরিবারকে ৫ পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।