চবির টিচার্স ক্যান্টিনে হামলা

0
173

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অফিসারদের জন্য সংরক্ষিত ক্যান্টিনে (টিচার্স ক্লাব) হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের দুই কর্মীর বিরুদ্ধে।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, শিক্ষক ও অফিসারদের জন্য সংরক্ষিত ক্যান্টিনে (টিচার্স ক্লাব) বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বগি ভিত্তিক সংগঠন ভিএক্সের দুই কর্মী নাস্তা করতে যান। কিন্তু ক্যান্টিনের দায়িত্বরত কর্মচারী নাস্তা নেই বললে ওই দুই কর্মী রান্নাঘর গিয়ে হাঁড়ি-পাতিল ফেলে দেন। চলে যাওয়ার সময় ওই কর্মচারীকে হেনস্থা করে শাসিয়ে যান তারা।

ভিএক্স নেতা প্রদীপ চক্রবর্তী বলেন, অভিযোগের বিষয়ে খবর নেয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয় টিচার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসাইন বলেন, টিচার্স ক্যান্টিন শুধু শিক্ষক ও অফিসারদের জন্য সংরক্ষিত। ছাত্রলীগের দুইজন এসে রান্নাঘরে হাঁড়ি-পাতিল ফেলে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে হামলার বিষয়ে অভিযোগ দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর রেজাউল করিম বলেন, ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসিটিভি) ফুটেজ দেখে জড়িতদের চিহিৃত করে ব্যবস্থা নেয়া হবে।