চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ইফতার মাহফিল

0
78

প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল আজ ২ জুন শনিবার রীমা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ ইমরানুল আজিজ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কর্মবীর মো. আবদুচ ছালাম। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতিহাসবিদ ও গবেষকদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. মুঈনুদ্দীন আহমদ খান। এতে আলোচনা রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি ড. এ এস এম বোরহান উদ্দিন, সমিতির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শওকত আলী নূর, প্রস্তুতি কমিটির আহ্বায়ক মিজানুর রহমান সেলিম। এতে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক অ্যাডভোকেট নাছির উদ্দিন আহমেদ, মো. মাহবুবুল আলম, আলহাজ্ব জামাল মোস্তফা চৌধুরী। সমিতির প্রাক্তন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির প্রাক্তন সভাপতি অধ্যাপক এম নুরুল হুদা কুতুবী, অ্যাডভোকেট মফিজুল হক ভুঁইয়া, এ এস এম হুমায়ুন কবির চৌধুরী কাঞ্চন এবং প্রাক্তন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজ উদ্দিন হায়দার, অধ্যাপক মো. রেজাউল করিম ও অধ্যক্ষ আবু তালেব বেলাল। প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি ইয়াসমিন বেগম, অ্যাডভোকেট মোতাছাম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, সমাজসেবা সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেহেনা আখতার বেগম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আ ন ম নাসির উদ্দিন, তথ্য, গবেষণা ও সেমিনার বিষয়ক সম্পাদক মোস্তফা নাজমুল কাউসার আরমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বশির উল্লাহ সাইমুম, মহিলা বিষয়ক সম্পাদক সোলতানারা বেগম, দফতর সম্পাদক মুহাম্মদ হানিফ মজুমদার, নির্বাহী সদস্য জাফর সাদেক চৌধুরী, সরওয়ারুল আলম টুকু, জাহাঙ্গীর আলম চৌধুরী, জসিম উদ্দিন আহমেদ, মো. আবুল কাশেম, এ এম রমিজ আহমদ, মো. ইকবাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথি সিডিএ চেয়ারম্যান মো. আবদুচ ছালাম বলেন, পবিত্র রমজানুল মুবারক আমাদের জন্য মহান আল্লাহ্ তায়ালার নিয়ামত। রমজানের শিক্ষায় উজ্জীবিত হয়ে ত্যাগ, আত্মসংযম ও নৈতিকতার মাধ্যমে মানবসেবায় নিবেদিত হতে হবে। প্রধান আলোচক ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার বলেন, রমজানের বড় তাৎপর্য হলো এ মাসেই রয়েছে হাজার হাজার বছরের শ্রেষ্ঠ রজনী লাইলাতুল ক্বদর ও এ রাতেই অবতীর্ণ হয়েছে মানবতার হিদায়াতের গ্রন্থ আল কোরআন। এ কোরআন শরীফের অনুসরণ ও অনুকরণ করতে পারলে মানবজীবন শান্তিময় হয়ে উঠবে। বিশেষ অতিথি প্রফেসর ড. মুঈনুদ্দীন আহমদ খান বলেন, পবিত্র রমজানুল মুবারকের অন্যতম তাৎপর্য হলো এটি ত্বাকওয়ার শিক্ষা দেয়। আমাদেরকে রমজান থেকে ত্বাকওয়ার প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। পরিশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. মুঈনুদ্দীন আহমদ খান। প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির জীবন সদস্য, বিভাগের প্রাক্তন ছাত্র ও অতিথিদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে ইফতার মাহফিল জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়।