চবি: ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা

0
77

মামলাচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় হাটহাজারী থানায় দুটি মামলা হয়েছে।এতে ছাত্রলীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

হাটহাজারী থানা সূত্র জানায়, বুধবার সকালে ১৫জনকে আসামি করে একটি মামলা করেন মির্জা খবির নামের এক ছাত্রলীগ কর্মী।

মির্জা খবির বিশ্ববিদ্যারয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী পক্ষের হয়ে ক্যাম্পাসে রাজনীতি করেন।

৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনি আহত ছিলেন।

অন্যদিকে একই দিন রাতে একই থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।মামলাটি করেনে ৮ ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনায় গুরতর আহত মো আরাফাতের বড় বোন সৈয়দা সুলতানা রহমান। এ মামলায় চারজনকে আসামি করা হয়েছে।

আরাফাত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আলমগীর টিপু পক্ষের হয়ে ক্যাম্পাসে রাজনীতি করেন।

সংঘর্ষের সময় সোহরাওয়ার্দী হলের ১১৫ নম্বর কক্ষে নিয়ে আরাফাতকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের নেতাকর্মীরা।বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ডিউটি অফিসার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মোহাম্মদ জয়নাল মৃধা বলেন, ‘সকালে হওয়া মামলাটির নম্বর ৭ এবং রাতে হওয়া মামলাটির নম্বর ৮।উভয় মামলায় ১৯জনকে আসামি করা হয়েছে।তবে আসামিদের কেউ এখনও গ্রেফতার হননি।’