চবি প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

0
102

cu-pic-(6)_7465_0সাংবাদিকদের কার্যালয়ে তালা ঝোলানো ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাংবাদিক সমিতি।

সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনের (চাকসু) সামনে মানববন্ধন কর্মসূচি শেষে এ আলটিমেটাম দেওয়া হয়।

এতে ঘটনার সাথে জড়িতদের বহিষ্কার করায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছে চবি সাংবাদিক সমিতি।

সমকাল চবি প্রতিনিধি ফরহান অভির সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করে চবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফ রেজা।

বক্তব্য রাখেন সহ সভাপতি শরীফুজ্জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্লিপ্ততার সুযোগ নিয়ে ছাত্রলীগ সাংবাদিক সমিতির কার্যালয়ে তালা দেয়ার ধৃষ্টতা দেখিয়েছে। ঘটনার দুই দিন পার হলেও প্রশাসন জড়িতদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। এটা কর্তৃপক্ষের প্রশ্রয় ছাড়া কিছুই নয়।”

তারা আরো বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সাংবাদিকদের বিচার করতে তদন্ত কমিটি গঠন করেছে। যার এখতিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাখে না।”

গত ১৯ জুলাই চবিতে সিএনজি চালকদের ছাত্রলীগের হামলার ঘটনা সংক্রন্ত প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে সভাপতি মামুনুল হক তার অনুসারীদের দিয়ে সাংবাদিক সমিতি কার্যালয়ে তালা দেয়।