চমেকে সহযোদ্ধা সম্মেলন ও নবীণ বরণ

0
167

ডাক্তারী পেশা এমন এক মহৎ পেশা যার মাধ্যমে সাধারণ মানুষের সরাসরি সেবা দেয়া সম্ভব বলে মনে করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। চট্টগ্রাম মেডিকেল কলেজ দেশের সেরা মেডিকেল কলেজের মধ্যে অন্যতম। যারা এখানে ভর্তি হয়েছেন আশাকরি ভবিষ্যতে তারা ভাল ডাক্তার হয়ে বের হবে। আজ শনিবার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মেডিকেল কলেজ এর সহযোদ্ধা সম্মেলন ও নবীণ বরণ ২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। চমেক শাহআলম বীর উত্তম মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ওয়াসিম সাজ্জাদ রানা। অনুষ্ঠানে সিটি মেয়র বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার কার্যকরী পরিষদের নাম ঘোষণা করেন এবং সকলকে পরিচিত করিয়ে দেন। তিনি আরো বলেন, তোমরা একটি ব্যতিক্রমী পেশায় যুক্ত হবে সমাজের অন্যান্য পেশা বা মানুষ থেকে তোমরা ব্যতিক্রম। আজ তোমাদের (শিক্ষার্থী) জন্য বিশেষ দিন। আজ থেকে তোমাদের নতুন এক জীবনের সূচনা হয়েছে। এখন থেকে তোমাদের নতুন জীবন ও স্বপ্ন নিয়ে এগুতে হবে। তাই শিক্ষা জীবনের প্রথম দিন থেকে তোমরা শপথ করো যে চিকিৎসক হওয়ার পর সারাজীবন মানুষের সেবা করে যাবে। অর্থ উপার্জন নয়, সেবাই তোমাদের ব্রত হওয়া উচিত। এ প্রসঙ্গে মেয়র আরো বলেন, নিজ পেশাকে সমৃদ্ধশালী করলে একদিন অর্থ তোমাদের কাছে ধরা দিবে। তাই ধৈর্য্য, সহনশীল ও উদারতার মনোভাব নিয়ে নিজেরদেরকে পরিচালিত করতে হবে। চিকিৎসাপ্রার্থীদের সাথে রূঢ় আচরণ নয়। মার্জিত আচার ব্যবহার ও সুন্দর পরামর্শ দিয়ে রোগীর সেবা করলে ইহকালে সুনাম ছড়িয়ে পড়বে এবং পরকালও আত্মার শান্তি লাভ করবে। এ সময় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন চট্টগ্রাম শাখার সভাপতি প্রফেসর ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মেডিকেল কলেজ ছাত্রলীগের নবীন ও প্রবীন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।