চসিক’র ভ্রাম্যমান আদালতের অভিযান

0
79

চসিক’র ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহতচট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে সিটি ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন এর নেতৃত্বে মহানগর এলাকায় ২৮ মে ২০১৫খ্রি. বৃহষ্পতিবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে কোতোয়ালী থানাধীন নিউমার্কেট ও আশপাশের এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত এবং সিটি কর্পোরেশনের ফুটপাত দখল করে পন্য সামগ্রী বিক্রির অপরাধে দারুল ফজল মার্কেটস্থ আল রহমান ফুডকে ১০,০০০/- (দশ হাজার) টাকা, ঢাকা বিরানী হাউজকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা, নিউ ফুড ভ্যালীকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা, নিউমার্কেট এলাকায় হোটেল হান্নান আল ফয়েজকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা, হোটেল এ.বি.পি.কে ২,০০০/- (দুই হাজার) টাকা, হাজী বিরানীকে ২,০০০/- (দুই হাজার) টাকা, ও রাস্তার উপর অবৈধভাবে গাড়ী পার্কিং এর অপরাধে জনৈক মো.নুর নবীকে ১,০০০/- (এক হাজার) টাকা সহ সর্বমোট ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশি¬ষ্ট বিভাগ সমূহের কর্মকর্তা/কর্মচারীগণ, কোতোয়ালী থানা ও সি.এম.পি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।