চসিকের বাজার মনিটরিং ও উচ্ছেদ অভিযান

0
63

পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখা এবং রোজাদারদের মাঝে ভেজালমুক্ত দ্রব্যসামগ্রী বিক্রি নিশ্চিত করার জন্য বাজার মনিটরিং এ চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভ্রাম্যমান আদালত। ১১ জুন রবিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন এর নেতৃত্বে মহানগর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানকালে নগরীর আগ্রাবাদস্থ সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে পবিত্র ঈদের বাজারে কাপড়ের দাম স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এই সময় ট্রেড লাইসেন্স না করার দায়ে পোশাকের দোকান বেবী ক্যাম্পকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে ফকিরহাট কাঁচা বাজারে দ্রব্যমূল্য মনিটরিং করা হয়। এই সময় অবৈধ স্থানে গরু জবাই করার অপরাধে মাংসের দোকানদার মো. ইমনকে ২ হাজার টাকা, একই অভিযানে কদমতলী থেকে দেওয়ানহাট পর্যন্ত ডিটি রোডের ফুটপাত ও রাস্তার অংশ অবৈধভাবে দখল করে দোকানের মালামাল স্তুপ করে পথচারী চলাচলে বিঘœ সৃষ্টি করার অপরাধে রাফসান ষ্টোরকে ২ হাজার টাকা, মো. জীবনকে ১ হাজার টাকা, আরিফ মোটরসকে ৩ হাজার টাকা, শাহ আমানত মোটরসকে ১ হাজার টাকা, ইউসুফ মোটরসকে ১ হাজার টাকা, হাজাী আবদুস সোবহান মোটরসকে ২ হাজার টাকা, নুরুল ইসলাম অটোমোবাইলসকে ১ হাজার টাকা ও শওকত এন্ড ব্রাদার্সকে ২ হাজার টাকা, সহ সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ এবং সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।