চসিকের শোকরানা খত্মে কোরআন, মিলাদ মাহফিল ও মোনাজাত

0
74

কোরবানীর ঈদের বর্জ্য অপসারণ কার্যক্রম সুষ্ঠু ও সুচারুরূপে সম্পাদিত হওয়ায়

চসিচট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম নগরবাসীর প্রতি কৃতজ্ঞ জানিয়ে আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেছেন। তিনি বলেন, পবিত্র কোরবানীর ঈদের দিন কোরবানীর পশুর নাড়িভুঁড়ি ও বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের সফলতার পিছনে কর্মকর্তা, কর্মচারী ও সেবকদের সাথে নগরবাসীর সার্বিক সহযোগিতা ছিল। মেয়র ৪১টি ওয়ার্ডের কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, ৪ জোনের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। ৮ অক্টোবর ২০১৪খ্রি. দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে পবিত্র কোরবানীর ঈদের দিনে বর্জ্য অপসারণে সফলতার জন্য আয়োজিত মিলাদ মাহফিলে মেয়র এ ধন্যবাদ জানান। বর্জ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি হাজী নুরুল হক এতে সভাপতিত্ব করেন। মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সোলায়মান। মিলাদ ও মোনাজাতে উপস্থিত ছিলেন কাউন্সিলর হাজী নুরুল হক, নিয়াজ মোহাম্মদ খান, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. ইসমাইল বালি, জহর লাল হাজারী, প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ, সচিব রশিদ আহমদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এয়াকুব নবী, আনোয়ার হোছাইন, প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মন্নান সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী মনিরুল হুদা, আবু ছালেহ সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিকেলে নগরীর হযরত শাহ আমানত খান (র:) মাজার শরীফে খত্মে কোরআন ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ দেশ ও জাতির উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।