চসিক কাউন্সিলরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

0
91

grapপ্রতারণার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর শাহেদা কাশেম সাথীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই আদালত তার স্বামী আবুল কাশেমের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

রোববার চট্টগ্রাম মহানগর হাকিম আহমদ সাঈদ এ পরোয়ানা জারি করেন।

ঋণ নিয়ে পরিশোধ না করায় কাউন্সিলরের প্রতিবেশি ব্যবসায়ী সৈয়দ মুহাম্মদ আবু ঈছা বাদি হয়ে আদালতে মামলাটি দায়ের করেছেন।

বাদির আইনজীবী অ্যাডভোকেট রবিশংকর চৌধুরী বলেন, ঋণ নিয়ে পরিশোধ না করে অস্বীকার করায় কাউন্সিলর শাহেদা কাশেম সাথী ও তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

অ্যাডভোকেট রবিশংকর চৌধুরী জানান, ২০১১ সালের ২৫ সেপ্টেম্বর নগরীর বাকলিয়া ডিসি রোডের বাসিন্দা সৈয়দ মুহাম্মদ আবু ঈছা’র কাছ থেকে পে-অর্ডার মূলে ১৫ লক্ষ টাকা ঋণ নেন কাউন্সিলর ও তার স্বামী। এরপর টাকা ফেরত দিতে অস্বীকার করেন।

২০১৪ সালের ২৭ মার্চ বাদি তাদের কাছে পাওনা পরিশোধ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠান। এরপর কাউন্সিলর ও তার স্বামী লেনদেন অস্বীকার করেন।

এরপর বাদি আদালতে মামলা দায়ের করলে মহানগর হাকিম তা আমলে নিয়ে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বলে আসামীর আইনজীবী অ্যাডভোকেট রবিশংকর চৌধুরী জানান।