চসিক: গবাদি পশুর হাট উদ্বোধন করলেন মেয়র

0
116

চসিক পরিচালিত সল্টগোলা লেবার কলোনীর মাঠে গবাদি পশুর অস্থায়ী হাট উদ্বোধন-সিটি মেয়র
পশুর হাট উদ্বোধন
চট্টগ্রাম সিটি কর্পোরেশন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নগরীতে ২টি স্থায়ী সহ মোট ৮টি গবাদি পশুর হাট পরিচালনা করছে। নগরীর সল্টগোলা লেবার কলোনী মাঠের গবাদি পশুর হাটটি ১৯ সেপ্টেম্বর ২০১৫খ্রি. সন্ধ্যায় উদ্বোধন করনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। এ উপলক্ষে অনুষ্ঠিত সুধি সমাবেশে সভাপতিত্ব করেন ইজারাদার ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী কামরুল হুদা চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামীলীগের সদস্য গোলাম মোহাম্মদ চৌধুরী। আলোচনা করেন ইপিজেড থানা আওয়ামীলীগের আহবায়ক হারুন-অর রশিদ, যুগ্ম আহবায়ক আবু তাহের, শ্রমিক নেতা হাজী মো. হোসেন, সাবেক শ্রমিক নেতা সিরাজুল হক মানিক, আওয়ামীলীগ নেতা জাফর আহমদ কন্ট্রাক্টর, ৩৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ হাসান মুরাদ, সাধারণ সম্পাদক মো. হাসান, সাবেক ছাত্রলীগ নেতা মঈনুল আলম, শ্রমিক নেতা মীর নওশাদ, সমাজ সেবক মঞ্জুর কাদের, মো. নাছির চৌধুরী, হাজী মো. ইমতেকাব, মোজাম্মেল হক চৌধুরী, আরাফাত চৌধুরী, মো. সাজ্জাদ, মো. ইমতিয়াজ প্রমুখ।

সুধি সমাবেশে প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, সাম্য, ভ্রাতৃত্ব ও সহনশীল আচরনে মধ্য দিয়ে একে অপরের সানিধ্যে এসে সমাজসেবায় আত্মনিয়োগ করতে হয়। সে লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর বিভিন্ন শ্রেণি ও পেশার নাগরিকদের চাহিদা ও আশা আকাংখা বাস্তবায়নে সেতু বন্ধন হিসেবে কাজ করছে। মেয়র বলেন, সেবাধর্মী প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন নাগরিকদের পবিত্র ঈদুল আযহায় কোরবানির পশু ক্রয় বিক্রয়ের জন্য হাট পরিচালনা করে সেবা দিয়ে যাচ্ছে। তিনি বলেন, পবিত্র কোরবানির দিন গবাদি পশু কোরবান দেয়ার জন্য নগরীতে ২৬৭ টি স্থান নির্ধারন করে দিয়েছে। যাতে কোরবানি বর্জ্য অপসারন সহজ হয় এবং পরিবেশ সুরক্ষা থাকে। মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত গরু বাজারগুলোতে ব্যবসায়ীরা অবাধে তাদের গবাদী পশু বেচা বিক্রি করতে পারবে। এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সকল প্রশাসন সহযোগিতা করবে। যদি কেউ এ বিষয়ে কোন ধরনের বাধা বিপত্তি সৃষ্টি করতে চাই প্রশাসন তাৎক্ষণিক ভাবে আইনগত ব্যবস্থা গ্রহন করবে। তিনি কোরবানি পশু নির্ধারিত স্থানে কোরবানি দেয়ার অনুরোধ জানান।