চাঁদাবাজদের স্থান চট্টগ্রামে হবে না : সিএমপি কমিশনার

0
97

আব্দুল জলিল মন্ডলচাঁদাবাজদের স্থান চট্টগ্রামে হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নগর পুলিশ কমিশনার আব্দুল জলিল মন্ডল।

বুধবার বিকেলে নগরীর পোর্ট মেইন মার্কেটের দোকানদার কল্যাণ সমিতি ও কাঁচা বাজার সমিতি কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

সিএমপি কমিশনার বলেন, ‘কোন চাঁদাবাজকে চাঁদা দেওয়া যাবে না। কেউ চাঁদা নিতে আসলে আমাদেরকে সংবাদ দিবেন। চাঁদাবাজদের স্থান চট্টগ্রামে হবে না।’

এর আগে পোর্ট মেইন মার্কেট এর কাঁচা বাজারে ফরমালিন টেস্ট বুথ উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল।

এরপর হাকিম সওদাগরের সভাপতিত্বে ও বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ বদরুল মামুন এর সঞ্চালনায় মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

ফরমালিন টেস্ট বুথ উদ্বোধন করতে পেরে ভাল লাগছে মন্তব্য করে সিএমপি কমিশনার এরূপ বুথকেন্দ্র স্থাপনে আর্থিক সহযোগিতা করার জন্য ইষ্টার্ন ব্যাংক ও কনফিডেন্স সিমেন্ট কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

নগর পুলিশ প্রধান বলেন, ‘বছরের শুরুতে রাজনৈতিক সহিংসতায় টার্গেট ছিল পুলিশ ও সাধারণ মানুষ। বর্তমানে গণতান্ত্রিক ব্যবস্থা বিরাজ করছে। এ ধারা অব্যহত রাখতে হবে। তাহলেই প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করা যাবে।’

তিনি আরো বলেন, ‘সরকারের কর্মসূচি বাস্তবায়নে আমরা আইনগত সহায়তা করে থাকি। কিন্তু একটি বিশেষ মহল এর অপপ্রচার চালিয়ে পুলিশের ভাবমুর্তি নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের থেকে সর্তক থাকতে হবে।’

ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সৎ ভাবে ব্যবসা করতে হবে। মানুষকে ফাঁকি দেওয়ার চিন্তা বাদ দিতে হবে। আমরা আপনাদের সেবা করতে এসেছি। আপনারা সে সেবা আদায় করে নিবেন।’

সভায় আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) একেএম শহিদুর রহমান,পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও অপারেশন) দেবদাস ভট্টাচার্য্য, উপ-পুলিশ কমিশনার (বন্দর) হারুন-উর-রশিদ হাযারী, ব্যবসায়ী জানে আলম, নূরে আলম প্রমুখ।