চাঁদাবাজির বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়া হয়েছে হাইকোর্ট

0
90

হাইওয়ের পণ্য পরিবহনে চাঁদাবাজির বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা ৭২ ঘণ্টার মধ্যে সরকারকে জানাতে বলেছে হাইকোর্ট। high courtপত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন আমলে নিয়ে আজ রবিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। স্বরাষ্ট্র সচিব, রেলওয়ে পুলিশসহ অন্য বিবাদীদের এর জবাব দিতে হবে। একইসঙ্গে পণ্য পরিবহনে চাঁদাবাজি কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না- রুলে তা জানতে চেয়েছে আদালত। দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।