সরকার খালেদা জিয়ার মুক্তিতে বাধা দিচ্ছে

0
153

চাঁন্দগাও থানা যুবদলের সভায় আবু সুফিয়ান
চট্টগ্রাম মহানগর বিএনপির সিঃ সহ সভাপতি আবু সুফিয়ান বলেছেন, বেগম খালেদা
জিয়াকে সরকার অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রেখেছে। তিনি দীর্ঘদিন ধরে
খুবই অসুস্থ। তার জিহ্বায় আলসার হয়েছে। তার ওজনও কমে গেছে। তিনি ঠিকমত
খাওয়া দাওয়া করতে পারছেন না। অথচ সরকার তার জামিন প্রক্রিয়ায় হস্তক্ষেপ
করে মুক্তিতে বাধা দিচ্ছে। দেশের স্বাধীনতার ঘোষকের স্ত্রীর প্রতি সরকার
চরম অমানবিক আচরণ করছে। তিনি আজ ২৮ জুলাই রবিবার বিকালে চাঁন্দগাও
আবাসিকস্থ অস্থায়ী কার্যালয়ে নবগঠিত চান্দগাও থানা যুবদলের কর্মী সভায়
প্রধান অথিতির বক্তব্যে এ কথা বলেন।
এতে তিনি আরো বলেন, একজন প্রথম শ্রেনীর কয়েদীর সঙ্গে যে আচরণ করা হয় তার
সঙ্গে তার চেয়েও খারাপ আচরণ করা হচ্ছে। সরকারের কাছে দাবি জানাচ্ছি
অবিলম্বে দেশনেত্রীকে মুক্তি দিয়ে তার পছন্দ অনুযায়ী দেশে অথবা বিদেশে
যেখানে তিনি চিকিৎসা করাতে চান সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করা হোক।
চান্দগাও থানা যুবদলের আহবায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক
মোরশেদ কামালের পরিচালনায় অনুষ্টিত কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর
যুবদলের সহ সাধারণ সম্পাদক জমির উদ্দিন মানিক ও শ্রম বিষয়ক সম্পাদক
আরিফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সহ সম্পাদক
এস.এম ফারুক,সাইদুল ইসলাম, নগর যুবদলের সদস্য মাসুদ,মোঃরিদুয়ান,
মোঃখোরশেদ আলম রুবেল,মোঃ নুর নবী,পুর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের আহবায়ক
মনছুর আলম,মোহরা ওয়ার্ড যুবদলের আহবায়ক আকতার হোসেন,চান্দগাঁও ওয়ার্ড
যুবদলের আহবায়ক আবু বকর বাবু, থানা যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ারুল আজিম
মাসুম,এরশাদ আলম,আলী আহসান আজমান,মোঃফরহাদ আব্দুল আজিজ,ছাবের আহমদ
মানিক,বাবর উদ্দিন,আব্দুল আলিম মজুমদার রান্টু, ওয়ার্ড যুবদলের যুগ্ম
আহবায়ক এস.এম শফিউল্লাহ মামুন, জাহাঙ্গীর আলম বাবলু,আব্দুল করিম বাবলু
জয়নাল, জাবেদ থানা যুবদলের সদস্য,মোঃইলিয়াস, মিনহাজ, যুবদল নেতা
সামসু,জহিরুল ইসলাম,সৈয়দ দিদারুল হক,মোঃসাগর প্রমুখ।