চাকঢালা সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশী নিহত

0
55
সীমান্তজুড়েই পুঁতে রাখা হয়েছে হাজার হাজার মাইন

বান্দরবান প্রতিনিধি॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা সীমান্তের জিরো লাইনে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশী নাগরিক নিহত হয়েছে। তার নাম হাসিম উল্লাহ (৪৮)। সে চাকঢালার আদর্শ গ্রামের বাসিন্দার আব্দুচ সালামের পুত্র। আজ মঙ্গলবার’রাতে আটটায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরওয়ার কামাল।
স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা মিয়ানমার সীমান্তের ৪৬ নাম্বার সীমানা পিলারের কাছে জিরো লাইনে পালিত গরু খোঁজতে গিয়ে যান হাসিম উল্লাহ (৪৮)। এসময় বিকট শব্দে স্থলমাইন বিস্ফোরণ হয়ে বাংলাদেশী নাগরিক হাসিম উল্লাহ’র মৃত্যু হয়। তার লাশ সীমান্তের জিরো লাইনে পড়ে রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরওয়ার কামাল জানান, সীমান্তের জিরো লাইনে নিজের পালিত গরু খোজতে গিয়ে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে খবর পেয়েছি। তবে সীমান্তের জিরো লাইনে বিজিবি’র যাবার কোনো নিয়ম নেই, তাই লাশ এখনো উদ্ধার করা যায়নি।