চাকুরী স্থায়ীকরণের দাবীতে মানববন্ধন

0
78

রাউজান পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মিটার রিডার ওম্যাসেঞ্জার দের চাকুরী স্থায়ীকরনের নামে অরাজকতা করার প্রচেষ্টা
শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মিটার রিডার ও ম্যাসেঞ্জার দের চাকুরী স্থায়ীকরনের নামে অরাজকতা করার প্রচেষ্টা করে। ১৭ অক্টোবর বুধবার সকাল দশটার সময় চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি এর সদর দ্প্তর রাউজানে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি এর আওতাধিন চুক্তিভিক্তিক নিয়োগ পাওয়া মিটার রিডার ও ম্যসেঞ্জার গন দল বেধে তাদের চাকুরী স্থায়ী করনের দাবী জানিয়ে হঠাৎ করে ব্যানার নিয়ে দাড়িয়ে মানববন্দ্বন করে । আনোদল কমিটির সভাপতি কামরুল হোসেন বাবু নামের এক ব্যক্তি আগাম সংবাদ দিয়ে স্থানীয় ককেজন সাংবাদিককে ডেকে এনে তাদের মানববন্দ্বনের ছবি তোলার পর আন্দোলনকারীরা সাংবাদিকদের হাতে কিছু উপঠোকন দিয়ে নিউজটি প্রকাশ করার জন্য সরে পড়ে । তারা দায়িত্ব পালন না করে জড়ো হয়ে সমাবেশ করে। এলাকার লোকজন দাবী করছেন আন্দোলনকারীদের সাথে কিছু বিএনপি জামায়াতের নেতা ছিল । হঠাৎ করে চাকুরী স্থায়ীকরনের নামে অরাজগতা করার প্রচেষ্টায় চট্টগ্রাম পল্লী বিদুৎ সমিতির গ্রাহক ও কর্মকর্তাদের মধ্যে আতংক সৃষ্টি হয় । এব্যাপারে চট্টগ্রম পল্লী বিদ্যুৎ সমিতি এর জেনারেল ম্যানেজার একে এম শামশু উদ্দিনকে ফোন করে জানতে চাইলে তিন বলেন আমি এ ব্যাপারে কিছুই জানিনা । আমি ছুঠিতে রয়েছি ।চট্টগ্রম পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার একে এম শামশু উদ্দিন ছুঠিতে থাকায়চট্টগ্রম পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ফটিকছড়ি জোনাল অফিসের ডি, জি এম আবুল কালাম আজাদ ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার হিসাবে দায়িত্বে রয়েছে ।ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদের কাছে ফোন করে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন আমি দায়িত্ব থাকলে ও ফটিকছড়ি উপজেলা সমন্বয় কমিটির সভা থাকায় আমি রাউজানে যেতে পারেনি । চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মিটার রিডার ওম্যাসেঞ্জার দের চাকুরী স্থায়ীকরনের নামে সদর দপ্তরে কারা অরাজগতা করার প্রচেষ্টা চালিয়েছে তা আমি জানিনা। ফটিকছড়ি উপজেলার জোনাল অফিস ও আঞ্চলিক অফিসের আওতায় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মিটার রিডার ও ম্যাসেঞ্জার তারা কেউ কোন ধর্মঘট করেনি । সকলেই উপস্থিত ছিল তারা সকলেই দায়িত্ব পালন করেছে ।